এক সপ্তাহের ব্যবধানে সৌদি আরবে ১৬ হাজার ২৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর থেকে শুরু করে ১২ অক্টোবর পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে সেটা জানা যায়নি। এদের মধ্যে ৩০১ জনের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরব ঢুকে পড়ার অভিযোগ আনা হয়।
সৌদি আরবে বর্তমানে ৫০ হাজার ১৩২ জনের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ এনেছে দেশটির কর্তৃপক্ষ। এর মধ্যে ৪৬ হাজার ৪১৬ জন পুরুষ এবং ৩ হাজার ৭১৬ জন নারী। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কেউ যদি অবৈধ কাউকে বসবাসের সুযোগ দেয় তাহলে সেই অভিযোগ তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া বিধান রয়েছে। এছাড়া ১ মিলিয়ন সৌদি রিয়াদ জরিমানার বিধান আছে।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post