নিজের বয়স ৫ থেকে ১৮ বছর পর্যন্ত বাড়িয়ে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ও ফ্রান্সে আসা প্রবাসী বাংলাদেশিরা রয়েছে চরম সংকটে। পাসপোর্ট না থাকায় অবৈধ হবার পথে হাঁটছে তারা। আর তাই বয়স সংশোধনের দাবীতে ১৬ অক্টোবর রাজধানী আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরের সামনে মানবন্ধন কর্মসূচি করে ভুক্তভোগীদের স্বজনরা। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া প্রবাসীদের স্বজনরা তাদের পুরোনো পাসপোর্টের বয়স সংশোধনের জন্য সরকারের কাছে আবেদন জানান।
জানা গেছে, এদের মধ্যে বেশিরভাগ প্রবাসী গত কয়েক বছরে বিভিন্ন দেশ থেকে পালিয়ে অবৈধপথে ইতালিতে প্রবেশ করেন। পরে বিভিন্ন কারণে বয়স কমিয়ে বৈধতার আবেদন করেন তারা। তবে বর্তমানে বৈধভাবে থাকার অনুমতি পেলেও বাংলাদেশি পাসপোর্টের অভাবে বৈধ হতে পারছেন না জানিয়েছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা স্বজনরা।
দালালদের খপ্পরে পরে তাদের এই দুরবস্থা। তবে জন্ম নিবন্ধন অনুযায়ী পাসপোর্ট পেলে হতে পারবে বৈধ নাগরিক হবার সুযোগ তৈরি হবে। এছাড়া পাসপোর্টে সংক্রান্ত জটিলতার কারণে কর্মহীন হওয়ার পাশাপাশি মাসের পর মাস বেতন আটকে থাকায় তারা অর্থনৈতিক ভাবে চরম দুর্ভোগে রয়েছেন। এসময় কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post