ওমান ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগে এফ-ডিভিশনের প্রথম ম্যাচে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান। শুক্রবার (১৪-অক্টোবর) প্রথম ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে গিয়ে শুরুতে প্রতিপক্ষ শিবিরে আঘাত হানেন প্রবাসী এই টাইগার বোলাররা। বাংলাদেশ ক্রিকেট ক্লাবের বোলারদের তোপের মুখে পাকিস্তানি ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেনি। সবকটি উইকেট হারিয়ে প্রতিপক্ষ পাকিস্তানি দলের রানের সংগ্রহ দাঁড়ায় ১১৩ তে।
১১৪ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নেমে সাইফুল একাই করেন অর্ধশত রান। দলের অলরাউন্ডার ওবায়েদ খাঁনের দায়িত্বশীল পারফরমেন্সে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান ৫ ওভার ৫ বল হাতে রেখে এবং ৭ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠছাড়েন! ম্যাচ সেরা নির্বাচিত হন অলরাউন্ডার ওবায়েদ খাঁন। মাঠে উপস্থিত থেকে ম্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত পুরা টিমকে উৎসাহ প্রদান করেন ক্লাবের আহবায়ক এবং ওয়ার্ল্ড এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান সিআইপি এবং ক্লাবের সদস্য সচিব শেখ ফাহাদ। ওমান ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত ম্যাচে প্রথমবারের মতো বাংলাদেশ দলের এমন বিজয়ে দারুণ উচ্ছ্বসিত সবাই।
এদিকে বাংলাদেশ দলের এমন জয়ে অভিনন্দন জানিয়েছেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও ওয়ার্ল্ড এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরীর সিআইপি।
আরো পড়ুন:
প্রবাসীদের বেতন নিয়ে পালিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাইফুল
বিশ্বকাপ ঘিরে জমজমাট বাংলাদেশীদের ট্যুরিজম ব্যবসা
সংকটেও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যে জেলায়
শ্বশুরের মৃত্যু, শোক সইতে না পেরে না ফেরার দেশে ওমান প্রবাসীর স্ত্রী
থামছেনা মানব পাচার, নিরাপদ রুট এখন মধ্যপ্রাচ্যে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post