পায়ুপথে স্বর্ণ পাচারের সময় দুই প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এপিবিএন-কাস্টমস এবং এনএসআই এর যৌথ অভিযানে পায়ুপথে স্বর্ণ পাচারের সময় দুবাই ফেরত সুমন ও আমিন-ওর-রশিদ নামে দুই প্রবাসীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। তারা দুবাই থেকে ঢাকায় শুক্রবার (১৪ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
রেকটামে স্বর্ণ আছে- এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন) এর দেয়া গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা এয়ারপোর্ট সার্কেলের অভিযানে ওই দুই যাত্রীকে বিমানের ভেতর শনাক্ত করে আটক করা হয়। পরে তাদের ইমিগ্রেশন করে কাস্টমস এরিয়াতে নিয়ে আসা হয়। এসময় আসামিদের কাছ থেকে ৪টি স্বর্ণবারসহ ৪৬৪ গ্রাম ও ১৯৬ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। পরবর্তীতে অভিযানে তাদের কাছ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো আরও ১০টি ছোট প্যাকেট পাওয়া যায়।
সবার উপস্থিতিতে ১০টি প্যাকেট খুলে স্বর্ণসদৃশ পেস্ট ২৩৪০ গ্রাম বা ২.৩৪ কেজি উদ্ধার করা হয় (যেহেতু স্বর্ণসমূহ ভেজা পরবর্তীতে ওজন আরও কমে যেতে পারে)। আগের স্বর্ণবারসহ মোট ৩ কেজি স্বর্ণ জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য সর্বমোট দুই কোটি পঞ্চাশ লাখ টাকা। এ বিষয়ে কাস্টমস আইনে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
আরো পড়ুন:
প্রবাসীদের বেতন নিয়ে পালিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাইফুল
বিশ্বকাপ ঘিরে জমজমাট বাংলাদেশীদের ট্যুরিজম ব্যবসা
সংকটেও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যে জেলায়
শ্বশুরের মৃত্যু, শোক সইতে না পেরে না ফেরার দেশে ওমান প্রবাসীর স্ত্রী
থামছেনা মানব পাচার, নিরাপদ রুট এখন মধ্যপ্রাচ্যে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post