রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান নিয়ে প্রবাসীদের যেন ভোগান্তির শেষ নেই। শিডিউল বিপর্যয়, টিকিট সিন্ডিকেট সহ অসংখ্য অভিযোগ এই বিমানের বিরুদ্ধে। এবার ওমান থেকে ফ্লাইট বিপর্যয়ের কারণে মাস্কাট এয়ারপোর্টে আটকে আছেন বিমানের শতাধিক যাত্রী। শনিবার (১৫-অক্টোবর) ওমানের স্থানীয় সময় ভোর ৫টায় বিমান ছাড়ার কথা থাকলেও ৮ ঘন্টা পার হওয়ার পরও ছাড়েনি সেই ফ্লাইট। এমনকি ফ্লাইট কখন ছাড়বে সেই তথ্যও দিচ্ছেনা বিমান কর্মীরা এমন অভিযোগ প্রবাসীদের। এতে প্রায় ১২ থেকে ১৫ ঘন্টা যাবত মাস্কাট এয়ারপোর্টে আটকে আছেন অসংখ্য প্রবাসী।
এ ব্যাপারে ওমানে নিযুক্ত বিমানের কান্ট্রি ম্যানেজার শরিফুল আলম এর সাথে যোগাযোগ করা হলে প্রবাস টাইমকে তিনি বলেন, ককপিটে অক্সিজেন এবং প্রেশার কমে যাওয়ায় বিমানের ফ্লাইট ছাড়তে দেরি হয়। সমস্যা দ্রুত সমাধানে ওমান এয়ারের ইঞ্জিয়াররা কাজ করছেন বলেও জানান তিনি। রিপোর্ট লেখার সময় বাংলাদেশ টাইম বিকেল ৩ টা ৪৮ এ বিমানের সমস্যা সমাধান হওয়ায় খবর জানান তিনি। যাত্রীদের বোর্ডিং সম্পন্ন করে দ্রুত ফ্লাইট ছাড়া হবে এমন কথা জানিয়েছেন শরিফুল আলম। ফ্লাইট বিলম্বিত হওয়ায় যাত্রীদের খাবারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
আরো পড়ুন:
প্রবাসীদের বেতন নিয়ে পালিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাইফুল
বিশ্বকাপ ঘিরে জমজমাট বাংলাদেশীদের ট্যুরিজম ব্যবসা
সংকটেও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যে জেলায়
শ্বশুরের মৃত্যু, শোক সইতে না পেরে না ফেরার দেশে ওমান প্রবাসীর স্ত্রী
থামছেনা মানব পাচার, নিরাপদ রুট এখন মধ্যপ্রাচ্যে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post