মালয়েশিয়ার পিনেং রাজ্যের দুস্থ ও গৃহহীনদের মাঝে খাদ্য ও পানীয় তুলে দেয়ার জন্য প্রশংসায় ভাসছেন প্রবাসী এক বাংলাদেশি। জানা যায়, ওই প্রবাসীর নাম মোহাম্মদ দিপু। তবে রিপোর্ট লেখা পর্যন্ত ওই প্রবাসীর বাংলাদেশের ঠিকানা জানা সম্ভব হয়নি।
১১ অক্টোবর বিকেলে স্থানীয় সংবাদমাধ্যমে গৃহহীনদের মাঝে খাদ্য ও পানীয় বিতরণের ভিডিওটি প্রকাশ হওয়ার পর থেকে বেশ প্রশংসায় ভাসছেন নেটিজেনদের। সাধারণ একজন বিদেশি নাগরিকের দুস্থ ও গৃহহীনদের পাশে দাঁড়ানো এটা দেখে সবাই মোহিত এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাংলাদেশি ওই ব্যক্তি তার মোটরসাইকেল নিয়ে একটি রাস্তার ধারে থামেন। এ সময় রাস্তার পাশে থাকা দুস্থ ও গৃহহীনরা তাকে দেখে সেখানে সমবেত হয়। এরপর তিনি প্রত্যেকের হাতে খাদ্য ও পানীয় তুলে দেন।
আরো পড়ুন:
প্রবাসীদের বেতন নিয়ে পালিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাইফুল
বিশ্বকাপ ঘিরে জমজমাট বাংলাদেশীদের ট্যুরিজম ব্যবসা
সংকটেও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যে জেলায়
শ্বশুরের মৃত্যু, শোক সইতে না পেরে না ফেরার দেশে ওমান প্রবাসীর স্ত্রী
থামছেনা মানব পাচার, নিরাপদ রুট এখন মধ্যপ্রাচ্যে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post