ওমানের মাস্কাটে সর্বাধিক (৭২৯) সংখ্যক নতুন করোনা রোগী সনাক্তের রেকর্ড করা হয়েছে। মাস্কাটে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫,৬৬৬। ওমানের কোভিড-১৯ পরিস্থিতি সম্পর্কে প্রতিদিনের আপডেট সরবরাহ করা ‘তারাসুদ অ্যাপ’ এর দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ওমানের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী মাস্কাটের। অঞ্চলটিতে গতকাল নতুন ৭৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন, তবে গতকালের তুলনায় আজ (শুক্রবার) আক্রান্ত কমেছে ৭০ জন।
এদিকে মাস্কাটের বাউশার এলাকায়-৪,১৭০ জন আক্রান্ত, মৃত্যু-১০ এবং সুস্থ্য-৮১৯ জন।
আল সিব অঞ্চলে মোট আক্রান্ত- ৪,৯৯০ জন, মৃত্যু-৩০জন এবং সুস্থ্য-১০৪৯ জন।
মাতরাহ অঞ্চলে মোট আক্রান্ত ৫,৩২৪ জন, মৃত্যু-৩০ জন এবং সুস্থ-২,৮৫৫ জন।
কোরিয়াত অঞ্চলে মোট আক্রান্ত ১১৮ জন, মৃত্যু নাই এবং সুস্থ ১০ জন।
মাস্কাট অঞ্চলে মোট আক্রান্ত ৩২৮ জন, মৃত্যু ৩জন এবং সুস্থ ৮৩ জন।
এদিকে গতকালের হিসেব অনুযায়ী মাস্কাটের বাহিরে সর্বাধিক নূতন আক্রান্ত রোগী রয়েছে আল ওস্তায়। এলাকাটিতে নতুন রোগীর সংখ্যা ১০০ জন ও সর্বমোট রোগীর সংখ্যা ৫০০ জন। দক্ষিণ আল বাতিনাহতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন। সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ২৯৪ জন। এছাড়াও দক্ষিণ আল বাতিনাতে নতুন ভাবে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ জন। এখনে সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৩১২ জন। আল দাখিলিয়াহতে নতুন আক্রান্ত ২৮ জন। এলাকাটিতে সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৭৩৯ জন। দক্ষিণ আল শারকিয়ায় নতুন আক্রান্ত ১১ জন। এলাকাটিতে সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪৩ জন। উত্তর শারকিয়ায় নতুন আক্রান্ত ১০ জন ও সর্বমোট আক্রান্ত ২৫৯ জন। ধোফারে নতুন আক্রান্ত ৩ জন ও সর্বমোট আক্রান্ত ৭০ জন। এছাড়াও আল বুরাইমি অঞ্চলে নতুন আক্রান্ত ১ জন ও সর্বমোট আক্রান্ত ১৬ জন।
আরও পড়ুনঃ ওমানের আউট পাশের ব্যাপারে দূতাবাসের বিজ্ঞপ্তি
ওমানে করোনা মহামারীতে এখন পর্যন্ত প্রাণ গেছে ৮৯ জনের। এই দুর্ভাগ্যজনক মৃত্যুর মধ্যে ৭২ জন মাস্কাটের নাগরিক। নতুন করে এই অঞ্চলে আরও চার জন মারা গিয়েছেন যাদের মধ্যে দুই জন বাউশারের ও দুইজন সিবে মারা গেছেন। উত্তর আল বাতিনাতে মারা গিয়েছেন ৪ জন। দক্ষিণ আল বাতিনায় নতুন এক মৃত্যু সহ মারা গিয়েছেন ৭ জন। দক্ষিণ শরকিয়ায় তিন জন এবং ধোফার, দাখিলিয়ায় এবং ধহিরা এলাকায় একজনের মৃত্যু হয়েছে।
আরও দেখুনঃ ওমানে বাংলাদেশ দূতাবাসের সামনে প্রবাসীদের বিক্ষোভ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post