আগামী মাসেই শুরু হচ্ছে পৃথিবীর সেরা আসর খ্যাত ফিফা বিশ্বকাপের নতুন আসর। প্রথমবারের মতো এবার এটি অনুষ্ঠিত হচ্ছে পারস্য উপসাগরের দেশ কাতারে। বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে অবকাঠামোগত উন্নয়নে পাল্টে গেছে দেশটির চিত্র। আয়োজনের কোনো কমতি রাখেনি দেশটি। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ উপলক্ষে কাতারে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন সব ইমারত। বিশ্বকাপ সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে দেশটির নাগরিক ও অভিবাসীদের মধ্যে।
এবারের ফুটবল বিশ্বকাপ ঘিরে জমমমাট হয়ে উঠেছে প্রবাসী বাংলাদেশীদের ট্রাভেল ও ট্যুরিজম ব্যবসা। বিশ্বকাপ খেলা দেখার টিকিট পাওয়া দর্শকরা নিজেদের হায়া কার্ড ব্যবহার করে ঘুরতে পারবেন মধ্যপ্রাচ্যের চারটি দেশ সৌদি আরব, আরব আমিরাত, ওমান ও জর্ডানে।
এতে আবারও আশার আলো দেখছে বাংলাদেশিদের মালিকানাধীন ট্রাভেল এজেন্সি ও পর্যটনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো। ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজন ঘিরে এখন উৎসবের নগরী কাতার। করোনায় দীর্ঘদিন ফ্লাইট বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়ে ব্যবসা। তবে ক্ষতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াবে বলে মনে করেন প্রবাসী ব্যবসায়ীরা।
আরো পড়ুন:
কুরআনের একটি আয়াত বদলে দিলো জাপানি বিজ্ঞানীর জীবন
মালয়েশিয়ায় প্রবাসীকে অপহরণ: বরগুনা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার ১
প্রবাসীদের জন্য সুখবর দিল ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
সৌন্দর্যের লীলাভূমি ওমানের জাবাল ইত্তিন পাহাড়
বিমানের আবর্জনার ঝুড়ি থেকে ৩০ টি স্বর্ণের বার উদ্ধার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post