ওমানে প্রবাসীদের ভিসা নবায়ন বা নতুন ভিসার ক্ষেত্রে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের নেওয়া মেডিকেল পরীক্ষার ফি বাতিল করা হয়েছে। নতুন এই আইনটি আগামী ১ নভেম্বর থেকে এ ব্যবস্থা কার্যকর হবে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রবাসীদের চিকিৎসা পরীক্ষার খরচ কমানোর জন্য এমন উদ্যোগ নিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হিলাল বিন আলী আল-সাবতি।
সংশোধনী অনুসারে, নভেম্বর থেকে যেসকল প্রবাসীরা আবাসিক ভিসা নবায়নের জন্য বেসরকারি হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাবেন, তাদের ফি মওকুফ এর নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। নতুন সংশোধনী আইনে বলা হয়েছে, সানাদ অফিসের মাধ্যমেই প্রবাসীরা মেডিক্যাল ফি জমা দিতে পারবেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য ত্রিশ রিয়াল জমা দেওয়ার পর প্রবাসীরা দেশটির বেসরকারি মেডিকেল থেকে কোন প্রকার ফি ছাড়াই প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা করাতে পারবেন।
পূর্বে মেডিকেল করার জন্য ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফি দেওয়ার পরেও বেসরকারি মেডিকেলে আলাদা ফি দিতে হতো। তবে, নতুন এই আইন কার্যকর হওয়ার পর শুধুমাত্র সরকারি ফি দিলেই হবে। এজন্য আলাদা ফি গুনতে হবেনা প্রবাসীদের। পরীক্ষার পর ২৪ ঘন্টার মধ্যে ডিজিটাল পদ্ধতিতে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সত্যায়িত হয়ে প্রবাসীদের কাছে রিপোর্ট পৌঁছে দেওয়া হবে। সেক্ষেত্রে প্রত্যায়ন পত্র সনদের প্রয়োজন হবে না।
জানাগেছে, নতুন ভিসা নিয়ে ওমান যাওয়ার সময় মেডিক্যাল ইস্যুতে বেশ ভোগান্তিতে পড়তে হয় প্রবাসীদের। গামকা থেকে মেডিক্যাল করা আবার সেই মেডিক্যাল দূতাবাস থেকে সত্যায়িত করা সহ বেশ খরচ গুনতে হয় ওমানগামীদের। ফের ওমান যেয়েও নতুন মেডিক্যাল করা লাগে। সেখানেও টাকা খরচ হয়। শুধুমাত্র মেডিক্যাল বাবদই একজন প্রবাসীর প্রায় ৩০ হাজার টাকার মতো খরচ হয়ে যায়। সেইসাথে এই অফিস থেকে সেই অফিস, এভাবে ঘুরতে ঘুরতে আরো হয়রানীর শিকার হন প্রবাসীরা। তবে, এই আইন কার্যকর হলে মেডিকেল নিয়ে ভোগান্তি কমে আসবে বলে মনে করছেন প্রবাসীরা। একইসাথে বাংলাদেশ থেকে নতুন ভিসা নিয়ে ওমান যাওয়ার সময় মেডিকেল সত্যায়নের নামে অতিরিক্ত ফি নেওয়া বন্ধের দাবী জানিয়েছেন প্রবাসীরা।
আরো পড়ুন:
কুরআনের একটি আয়াত বদলে দিলো জাপানি বিজ্ঞানীর জীবন
মালয়েশিয়ায় প্রবাসীকে অপহরণ: বরগুনা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার ১
প্রবাসীদের জন্য সুখবর দিল ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
সৌন্দর্যের লীলাভূমি ওমানের জাবাল ইত্তিন পাহাড়
বিমানের আবর্জনার ঝুড়ি থেকে ৩০ টি স্বর্ণের বার উদ্ধার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post