নতুন ভিসা নিয়ে ওমান যাওয়ার সময় মেডিক্যাল ইস্যুতে বেশ ভোগান্তিতে পড়তে হয় প্রবাসীদের। গামকা থেকে মেডিক্যাল করা আবার সেই মেডিক্যাল দূতাবাস থেকে সত্যায়িত করা সহ বেশ খরচ গুনতে হয় ওমানগামীদের। ফের ওমান যেয়েও নতুন মেডিক্যাল করা লাগে। সেখানেও টাকা খরচ হয়। শুধুমাত্র মেডিক্যাল বাবদই একজন প্রবাসীর প্রায় ৩০ হাজার টাকার মতো খরচ হয়ে যায়। সেইসাথে এই অফিস থেকে সেই অফিস, এভাবে ঘুরতে ঘুরতে আরো হয়রানীর শিকার হন প্রবাসীরা।
তবে এই মেডিক্যাল নিয়ে এবার সুখবর দিলো ওমানের স্বাস্থ্যমন্ত্রনালয়। আজ ওমানের জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, চলতি বছরের পহেলা নভেম্বর থেকে যেসকল প্রবাসীরা আবাসিক ভিসা নবায়নের জন্য বেসরকারি হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাবেন, তাদের ফি মওকুফ এর নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। নতুন সংশোধনী আইনে বলা হয়েছে, সানাদ অফিসের মাধ্যমেই প্রবাসীরা মেডিক্যাল ফি জমা দিতে পারবেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য ত্রিশ রিয়াল জমা দেওয়ার পর প্রবাসীরা দেশটির বেসরকারি মেডিকেল থেকে কোন প্রকার ফি ছাড়াই প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা করাতে পারবেন।
পূর্বে মেডিকেল করার জন্য ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফি দেওয়ার পরেও বেসরকারি মেডিকেলে আলাদা ফি দিতে হতো। তবে, নতুন এই আইন কার্যকর হওয়ার পর শুধুমাত্র সরকারি ফি দিলেই হবে। এরজন্য আলাদা ফি গুনতে হবেনা প্রবাসীদের। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হিলাল বিন আলী আল-সাবতি বলেন, প্রবাসীদের স্বার্থে বেসরকারি স্বাস্থ্যে মেডিকেল পরীক্ষার ফি কমানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং পরীক্ষার ২৪ ঘন্টার মধ্য ইলেকট্রনিক ডিবাইসের মাধ্যমে রিপোর্ট পৌঁছে যাবে। সেক্ষেত্রে প্রত্যায়ন পত্র সনদের প্রয়োজন হবে না। নতুন এই নিয়মটি আগামী পহেলা নভেম্বর থেকে কার্যকর করা হবে বলে জানান মন্ত্রী।
আরো পড়ুন:
প্রথমবারের মতো মহাকাশে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে
ওমানে ৩ দিন যাবত নিখোঁজ এক নারী, সন্ধান চায় পুলিশ
দেশের পাসপোর্ট অফিসে সার্ভার জটিলতা, দুর্ভোগে হাজারো প্রবাসী
বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ব্যাহত
আমিরাতে অভিবাসন আইনের বড় সংস্কার, দক্ষ পেশাজীবীদের জন্য সুবর্ণ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post