বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা মিজানুর রহমান খোকনকে (৪২) গ্রেফতার করেছে র্যাব-৩। সোমবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোমানিয়ায় পাঠানোর নামে টাকা আত্মসাৎ করার অভিযোগ আসে এক চক্রের বিরুদ্ধে। রাজধানীর বনানী থেকে ওই চক্রের মূলহোতা মিজানুর রহমান খোকনকে সোমবার সকালে গ্রেফতার করেছে র্যাব-৩।
আসামি খোকন বিদেশে উচ্চ বেতন, বছরে দুটি বোনাস, থাকা-খাওয়া ফ্রিসহ রেস্টুরেন্টে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিকটিমের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। রোমানিয়া পাঠানোর নামে প্রতারণামূলকভাবে টাকা আত্মসাতের বিষয়টি স্বীকারও করেছেন তিনি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় র্যাব।
আরো পড়ুন:
ওমানে দ্রুত ছড়িয়ে পড়ছে ‘ব্রুসেলোসিস’, দেশজুড়ে আতঙ্ক
দক্ষতা যাচাইয়ে সৌদি-বাংলাদেশ চুক্তি সই
বিকল্প পদ্ধতিতে ১০ হাজার কর্মী যাচ্ছে মালয়েশিয়া
কালের সাক্ষী সুলতান সুলেমান আমলের মসজিদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post