বিশেষ ব্যবস্থায় বিশ্বের সবচেয়ে লম্বা নারী রুমাইসা গেলগি অবশেষে প্রথমবারের মতো বিমান ভ্রমণের সুযোগ পেলেন। তুর্কি এয়ারলাইনসের ছয়টি আসন স্ট্রেচারে পরিণত করে তিনি বিমান ভ্রমণ করতে সক্ষম হোন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী এই নারী প্রায় ৭ ফুট লম্বা। ২৪ বছর বয়সী রুমাইসা বেশিরভাগ সময়ে হুইল চেয়ার ব্যবহার করে চলাচল করেন। এছাড়া তিনি ওয়াকিং ফ্রেম ব্যবহার করে হাটতে পারে।
ইস্তাম্বুল বিমানবন্দরে গেলগি জানান, তার ভ্রমণের জন্য স্ট্রেচার প্রয়োজন। প্রথমবারের মতো বিমানে ভ্রমণ করতে পেরে তিনি খুব উচ্ছাসিত। তার মতো অসুস্থদের জন্য এই ধরনের ফ্লাইট খুবই গুরুত্ব বহন করবে।
গেলগি বলেন, রোগী বহনের জন্যই কেবল স্ট্রেচার সুবিধা সীমাবদ্ধ। কিন্তু স্কোলিওসিস বা মেরুদণ্ডের বক্রতাজনিত অসুখের কারণে আমি একটানা লম্বা সময় বসতে পারি না। তাই আমাকেও স্ট্রেচারে ভ্রমণ করতে হলো। তুরস্কের রাজধানী আঙ্কারার উত্তরে প্রায় ২০০ কিলোমিটার দূরে কারাবুকে বাস করেন এই নারী। নিজের বিশ্বরেকর্ড উপাধি ব্যবহার করে তিনি ওয়েভার সিনড্রোম এবং স্কোলিওসিসের পক্ষে সচেতনতা বাড়াতে কাজ করছেন।
আরো পড়ুন:
ওমানে দ্রুত ছড়িয়ে পড়ছে ‘ব্রুসেলোসিস’, দেশজুড়ে আতঙ্ক
দক্ষতা যাচাইয়ে সৌদি-বাংলাদেশ চুক্তি সই
বিকল্প পদ্ধতিতে ১০ হাজার কর্মী যাচ্ছে মালয়েশিয়া
কালের সাক্ষী সুলতান সুলেমান আমলের মসজিদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post