হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিগত ১৫ বছর ধরে তিন শতাধিক প্রবাসীকে সর্বস্ব লুট করে নিচ্ছে একটি চক্র। শনিবার এ চক্রের মূলহোতা আমির হোসেনসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। আটককৃত বাকি সদস্যরা হলেন, লিটন মিয়া ওরফে মিল্টন, আবু বক্কর সিদ্দিক ওরফে পারভেজ এবং জাকির হোসেন। ২ অক্টোবর দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমির হোসেন জানায়, সে বিমানবন্দর কেন্দ্রিক একটি অজ্ঞান পার্টির মূলহোতা। সে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে। বিমানবন্দর এলাকায় একটি ফাস্টফুডের দোকানে চাকরির আড়ালে ১৫ বছর ধরে অজ্ঞান পার্টি চালাচ্ছে। এই সময়ে তারা প্রায় ৩০০ জনকে অজ্ঞান করে তাদের কাছ থেকে মালামাল ও সম্পদ লুটে নিয়েছে। লুট করা জিনিসপত্র বিক্রির জন্যও এই চক্রের রয়েছে নিজস্ব সিন্ডিকেট।
বিভিন্ন সময় চক্রে আরও ছয়-সাত জন যুক্ত ছিল। তাদের মধ্যে একাধিক সদস্য বর্তমানে কারাগারে। গ্রেফতার আমির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টির বেশি মামলা রয়েছে। সে একাধিকবার কারাভোগও করেছে। বর্তমানে সে জামিনে ছিল। তাদের কাছ থেকে মোবাইল, অজ্ঞান করার কাজে ব্যবহৃত সরঞ্জাম, যাত্রীর ছদ্মবেশ ধারণে ব্যবহৃত লাগেজ ও চোরাই স্বর্ণ উদ্ধার করা হয়। সম্প্রতি এক প্রবাসী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মামলা করেন। মামলার তদন্ত করতে গিয়ে এই চক্রের সন্ধান পায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আরো পড়ুন:
ওমানে দ্রুত ছড়িয়ে পড়ছে ‘ব্রুসেলোসিস’, দেশজুড়ে আতঙ্ক
দক্ষতা যাচাইয়ে সৌদি-বাংলাদেশ চুক্তি সই
বিকল্প পদ্ধতিতে ১০ হাজার কর্মী যাচ্ছে মালয়েশিয়া
কালের সাক্ষী সুলতান সুলেমান আমলের মসজিদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post