কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শামীম নামের এক সৌদি প্রবাসীকে কুপিয়েছে সন্ত্রাসীরা। গত ২৭ সেপ্টেম্বর সকালে স্থানীর ক্যাডার ইকবালে নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলার ঘটনায় সাতজনকে আসামি করে মামলা দায়েরের তিনদিন হয়ে গেলেও, এখনো কাউকে ধরতে পারেনি পুলিশ। জানা যায়, কুমিল্লা বড়ুরা উপজেলার নাটেহর গ্রামের মোহাম্মদ শামীম ও তার ভাই দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। সম্প্রতি শামীম বাড়িতে এসে মুরগি ও গরুর খামার শুরু করেন।
বুধবার সকালে শামীম বাড়ির সামনের জমির ওপর পড়ে থাকা গাছের ডালপালা কাটার জন্য পার্শ্ববর্তী এলাকার সুরুজ মিয়ার ছেলে ইকবালকে বলেন। এ সময় শামীমের সঙ্গে ইকবালের বাগবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর ইকবালের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িতে হামলা চালায়। এসময় প্রবাসী শামীমকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। শামীম বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। এদিকে হামলাকারীদের ভয়ে বাড়িতে আতঙ্কিত অবস্থায় আছেন প্রবাসী শামীমের মা ও স্ত্রী। বড়ুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার জানান, ঘটনার পর থেকে হামলাকারীরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।
দর্শক এই ছিলো ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net , সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেইজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি আমি… সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।
আরো পড়ুন:
ওমানে দ্রুত ছড়িয়ে পড়ছে ‘ব্রুসেলোসিস’, দেশজুড়ে আতঙ্ক
দক্ষতা যাচাইয়ে সৌদি-বাংলাদেশ চুক্তি সই
বিকল্প পদ্ধতিতে ১০ হাজার কর্মী যাচ্ছে মালয়েশিয়া
কালের সাক্ষী সুলতান সুলেমান আমলের মসজিদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post