ওমানের কয়েকটি প্রদেশে ‘ব্রুসেলোসিস’ নামের বিরল একটি রোগ ছড়িয়ে পড়তে শুরু করেছে। চলতি মাসের শেষ দিকে এ সংক্রমণ বাড়ছে। এই রোগ দেশজুড়ে কিছু অংশে উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ায় দেশটির সাহামের উইলায়তে এরই মধ্যে মাঠ পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
প্রাণী ও মানবদেহে ব্যাকটেরিয়াজনিত ছোঁয়াচে রোগগুলোর মধ্যে সংক্রমণের দিক থেকে যক্ষ্মা ও অ্যানথ্রাক্সের পরেই ব্রুসেলোসিসের অবস্থান। ব্রুসেলোসিস মূলত ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ। এটি ছোঁয়াচে জুনোটিক রোগ, যা পশু থেকে মানুষে এবং মানুষ থেকে পশুতে ছড়ায়। গবাদিপশুর ভ্রূণ নষ্ট, অকালে গর্ভপাত, বন্ধ্যত্ব এবং মানুষ ও পশু-পাখির মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এই রোগ। এ মহামারি থেকে বাঁচতে সবাইকে সতর্কতা থাকার আহ্বান জানানো হয়েছে।
চিকিৎসকরা বলছেন, ব্রুসেলোসিসের প্রাথমিক উপসর্গ করোনার মতোই। এ ক্ষেত্রেও কাঁপুনি দিয়ে জ্বর আসা, পেশিতে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা, শিরদাঁড়া বা মাথা যন্ত্রণার মতো উপসর্গ দেখা দিতে পারে। প্রাথমিক ভাবে এ রোগ ধরা না পরলে পরে ক্রমশ শরীরের একাধিক অঙ্গ বিকল হতে শুরু করে। পরে একাধিক অঙ্গ বিকল হয়ে মৃত্যু হতে পারে।
এই রোগ থেকে বাঁচতে চিকিৎসকরা বেশকিছু পরামর্শ দিয়েছেন। এরমধ্যে রয়েছে, মাংস ভালোভাবে সিদ্ধ করে খাওয়া। পাস্তুরিত দুধ পান করার আগে ভালোভাবে ফুটিয়ে নেওয়া। ব্যক্তিগতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং অন্যের ব্যবহৃত জিনিস ব্যবহার না করা।
আরো পড়ুন:
প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্বের অঙ্গীকার চট্টগ্রাম মেট্রোপলিটন
ওমানে নতুন রোগের সন্ধান, সবাইকে সতর্ক থাকার আহ্বান
সৌদির ফুটপাতে ঘুমাচ্ছেন বাংলাদেশিরা
যুবরাজ সালমানকে সৌদি আরবের প্রধানমন্ত্রী ঘোষণা
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ওমান গেলেন আমিরাতের প্রেসিডেন্ট
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post