দুই দিনের রাষ্ট্রীয় সফরে ওমান গেলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ওমানের সুলতান হাইথাম বিন তারেকের আমন্ত্রণে ২৭ সেপ্টেম্বর প্রেসিডেন্ট মাস্কাট পৌঁছান। এসময় প্রেসিডেন্টকে বহনকারী বিমান ওমানের আকাশে প্রবেশ করার সাথেসাথে ওমানের রয়্যাল এয়ার ফোর্সের যুদ্ধ বিমান দিয়ে আকাশ থেকেই এসকর্ট দেওয়া হয়।
প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিমানবন্দরে আসেন ওমানের সুলতান। এসময় আরো ছিলেন ওমানের মন্ত্রী পরিষদের উপ-প্রধানমন্ত্রী সাইয়্যেদ ফাহাদ বিন মাহমুদ আল-সাইদ, আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক উপ-প্রধানমন্ত্রী এবং সুলতানের ব্যক্তিগত প্রতিনিধি সাইয়্যেদ আসাদ বিন তারিক আল সাইদ, সুলতানের বিশেষ দূত সাইয়েদ ফাটিক বিন ফাহর আল-সাইদ, সংস্কৃতি, ক্রীড়া ও যুব মন্ত্রী এবং সুলতানের পুত্র সাইয়্যেদ থিয়াজিন বিন হাইথাম আল সাইদ, রাজকীয় আদালতের দেওয়ান মন্ত্রী সাইয়েদ খালিদ বিন হিলাল আল বুসাইদি, রাজকীয় দপ্তরের মন্ত্রী জেনারেল সুলতান বিন মোহাম্মদ আল নুমানি, স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ হামুদ বিন ফয়সাল আল বুসাইদি, পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামুদ আল-বুসাইদি, অর্থমন্ত্রী সুলতান বিন সালিম আল হাবসি, সুলতানের ব্যক্তিগত অফিসের প্রধান ডঃ হামাদ বিন সাইদ আল আউফি, পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী সাইদ বিন হামুদ আল মাওয়ালি, জ্বালানি ও খনিজ মন্ত্রী সেলিম বিন নাসের আল আউফি এবং সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত ড. আহমেদ বিন হিলাল আল বুসাইদি।
আরো পড়ুন:
আকর্ষণীয় বেতনে প্রবাসীর ট্যাক্সিতে চাকরির সুযোগ!
কুয়েতে প্রবাসী শ্রমিকদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম
অপপ্রচারের জবাব দিতে প্রবাসীদের পাশে চান প্রধানমন্ত্রী
ফ্রি ভিসায় সৌদি যেয়ে মিলছে না কাজ, বিপাকে নতুন প্রবাসীরা
ওমানে প্রবাসী ক্যাম্প থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post