ওমানের গোল্ডেন ভিসা পেলেন লুলু ফাইন্যান্সিয়াল হোল্ডিংস-এর ব্যবস্থাপনা পরিচালক আদিব আহমেদ। প্রবাসী বিনিয়োগকারীদের জন্য দেশটির সরকারের পক্ষথেকে সম্মানসূচক ও দীর্ঘমেয়াদী এই ভিসা দেওয়া হয়। ওমান সরকারের বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ প্রচার মন্ত্রী কায়েস মোহাম্মদ মুসা আল ইউসেফ আদিব আহমেদ এর হাতে এই কার্ড তুলে দেন। এসময় আদিব আহমেদ বলেন, “আজ এই সম্মান পেয়ে আমি আনন্দিত। আমাকে এই স্বীকৃতি দেওয়ার জন্য আমি মহামহিম সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ, ওমানের সরকার এবং তাদের দেশের জনগণকে ধন্যবাদ জানাই,”
ওমানের ভীষণ ২০৪০ বাস্তবায়নে ২০২১ সালের শেষের দিকে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চালু করা হয় এই গোল্ডেন ভিসা। দেশটির শীর্ষ কোম্পানির তালিকায় নাম রয়েছে লুলু গ্রুপের। মানি এক্সচেঞ্জ, হাইপার মার্কেট এবং হাউজিং সহ বেশকিছু প্রতিষ্ঠান রয়েছে লুলু গ্রুপের। আদিব হলেন একজন বিশিষ্ট উদ্যোক্তা যার বিনিয়োগ সুলতানের আর্থিক পরিষেবা এবং ক্রস-বর্ডার পেমেন্ট সেক্টরে প্রচুর অবদান রেখেছে। আবুধাবি ভিত্তিক লুলু ফাইন্যান্সিয়াল হোল্ডিংস এই কোম্পানির বিশ্বব্যাপী ১১ টি দেশে ব্যবসা পরিচালনা করছে। ওমানে ডিজিটাল পেমেন্ট সলিউশন ছাড়াও লুলু এক্সচেঞ্জের বেশ কয়েকটি শাখা পরিচালনা করছে এই প্রতিষ্ঠান।
আরো পড়ুন:
আকর্ষণীয় বেতনে প্রবাসীর ট্যাক্সিতে চাকরির সুযোগ!
কুয়েতে প্রবাসী শ্রমিকদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম
অপপ্রচারের জবাব দিতে প্রবাসীদের পাশে চান প্রধানমন্ত্রী
ফ্রি ভিসায় সৌদি যেয়ে মিলছে না কাজ, বিপাকে নতুন প্রবাসীরা
ওমানে প্রবাসী ক্যাম্প থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post