বাংলাদেশে ব্যাপক আলোচিত এবং বড় বাজেটের ছবি দিন দ্যা ডে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মুক্তির অপেক্ষায় রয়েছে। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেই প্রবাসী দর্শকদের উদ্দেশ্যে ছবিটি বিভিন্ন হলে দেখানো হবে। সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যমকর্মীদের এমনটাই জানিয়েছেন ছবির নায়ক অনন্ত জলিল। অক্টোবরে মরুভূমির কয়েকটি দেশে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।
শুধু দিন দ্যা ডে প্রদর্শিত হবে তা নয়, আগামীতে প্রবাসীদের সুখ দুঃখের নানা কাহিনী তুলে ধরে ছবি তৈরি করতে চান অনন্ত জলিল। এজন্য বাহরাইন এবং ওমান থেকে দুইজন প্রবাসী বাংলাদেশি বিনিয়োগ প্রস্তাব রেখেছেন বলে জানান তিনি। এদিকে দিন দ্য ডে প্রদর্শিত হবে আমিরাতে এমন খবরে উল্লাসিত প্রবাসী দর্শকরা। ছবিটি হলে গিয়ে উপভোগ করতে অপেক্ষার প্রহর গুনছেন বলে জানিয়েছেন প্রবাসীরা।
ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রয়াত মিশুক মুনীর পরিচালিত মাটির ময়না ও অ্যাকশনধর্মী ছবি ঢাকা অ্যাটাক প্রদর্শিত হয়েছে। কিন্তু আমিরাতের মাটিতে মিশন স্ট্রিম নামে একটি ছবির ৮০% ভাগ শুটিং সম্পন্ন হলেও দীর্ঘদিন পার হওয়ার পরেও ছবিটি মুক্তি পায়নি আমিরাতে। এই দেশটিতে বাংলাদেশের ছবি মুক্তি পাওয়ার পর প্রদর্শিত না হলেও ভারতের যেকোনো ছবি মুক্তি পাওয়ার সাথে সাথে তা আমিরাতের প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হয়ে থাকে। আর তাই, বাংলাদেশী ছবি আমিরাতের প্রেক্ষাগৃহগুলোতে দেখানোর দাবী জানিয়েছে প্রবাসীরা।
আরো পড়ুন:
আকর্ষণীয় বেতনে প্রবাসীর ট্যাক্সিতে চাকরির সুযোগ!
কুয়েতে প্রবাসী শ্রমিকদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম
অপপ্রচারের জবাব দিতে প্রবাসীদের পাশে চান প্রধানমন্ত্রী
ফ্রি ভিসায় সৌদি যেয়ে মিলছে না কাজ, বিপাকে নতুন প্রবাসীরা
ওমানে প্রবাসী ক্যাম্প থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post