সামাজিক যোগাযোগ মাধ্যমে অসামাজিক কার্যকলাপ করার প্রলোভন দেওয়া হয় প্রবাসীদের। কয়েকটি গ্রুপের মাধ্যমে বিশেষ বার্তা পাঠিয়ে প্রবাসীদের সঙ্গে প্রতারণা করছে কয়েকটি চক্র। তারা সুন্দরী নারীদের দিয়ে ফাঁদ তৈরি করে প্রবাসীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এ ছাড়া প্রবাসীদের ইমো হ্যাক করে তাদেরকে ব্ল্যাকমেইল করে স্বজনদের কাছ থেকে বিভিন্ন কৌশলে টাকা হাতিয়ে নিচ্ছে চক্রগুলো। সম্প্রতি বেশ কিছু ফেসবুক গ্রুপের সন্ধান পায় প্রবাস টাইম। যেসব গ্রুপে রয়েছে ত্রিশ থেকে চল্লিশ হাজার পর্যন্ত সদস্য। এসব গ্রুপের অবাধে চলছে দেহ ব্যবসা। গ্রুপগুলো সহজে যুক্ত হওয়ার ফলে অনেকেই জড়িয়ে পরছেন অসামাজিক কার্যকলাপে।
এসব গ্রুপে যৌনসঙ্গ পাওয়ার রয়েছে বিভিন্ন ক্যাটাগরি। অর্থাৎ কে-কি ধরণের সার্ভিস নিতে ইচ্ছুক তার জন্য রয়েছে দর-দামের তালিকাও। এসব পেইজ গুলোতে এমন কিছু ছবি বা ভিডিও ব্যবহার করে যা দেখে বাধ্য হয় অনেকেই। মানুষকে আকৃষ্ট করার সব বন্দ ব্যবস্থায় রয়েছে এসব গ্রুপগুলোতে। রয়েছে যোগাযোগে ঠিকানাও। পরে বাকীসব আলোচনা শুরু হয় যার যার ইনবক্সে।
জানা যায়, বেশ কয়েকটি চক্র শুধু প্রবাসীদের টার্গেট করে কাজ করে। তারা মূলত সুন্দরী নারীর টোপ দিয়ে ইমো হ্যাক করে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়। একেকজন বছরে ১৫ থেকে ২০ লাখ টাকা আয় করে। প্রবাসীদের ফাঁদে ফেলার জন্য তারা প্রবাসীদের বিভিন্ন গ্রুপে কমেন্টের মাধ্যমে ইমো সেক্স, ফোন সেক্স করতে আহ্বান জানানো হয়। তবে সম্প্রতি র্যাবের অভিযানে গ্রেফতার হওয়া এ চক্রের সদস্যরা বলছেন, মেয়েদের আপত্তিকর ছবি ব্যবহার করে বিজ্ঞাপন দেওয়া হলেও মূলত কথাবার্তা বলতো পুরুষেরা। ভিডিওতে প্রবাসীদের আকৃষ্ট করার জন্য বিশেষ অ্যাপস ব্যবহার করে প্রতারকরা নারী কণ্ঠে আপত্তিকর কথাবার্তা বলতো। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অপরাধীদের হাত থেকে রক্ষা পেতে প্রবাসে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ নেয়া উচিত। এ ছাড়াও ফেসবুক কিংবা ইমো ব্যবহারে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।
আরো পড়ুন:
আকর্ষণীয় বেতনে প্রবাসীর ট্যাক্সিতে চাকরির সুযোগ!
কুয়েতে প্রবাসী শ্রমিকদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম
অপপ্রচারের জবাব দিতে প্রবাসীদের পাশে চান প্রধানমন্ত্রী
ফ্রি ভিসায় সৌদি যেয়ে মিলছে না কাজ, বিপাকে নতুন প্রবাসীরা
ওমানে প্রবাসী ক্যাম্প থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ
আরো দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post