পাসপোর্টের মেয়াদ ১০ বছর করার দাবি জানিয়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে পাসপোর্ট সমস্যার কারণে অবৈধ হওয়ার আশঙ্কায় অসংখ্য প্রবাসী। দেশটির কানুন অনুসারে শ্রমিকদের আকামা নবায়নে পাসপোর্টের মেয়াদ এক বছর পূর্ণ থাকতে হয়। বর্তমানে ৫ বছর মেয়াদি পাসপোর্টে চার বছর আকামা লাগাতে পারেন প্রবাসীরা।
জানাগেছে, একজন শ্রমিক কুয়েত যাওয়ার পর প্রথমে মালিকের কাছে পাসপোর্ট জমা দিতে হয়। যদিও আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী পাসপোর্ট শ্রমিকের নিজের কাছেই থাকার কথা। শ্রমিকের পাসপোর্ট মালিকের কাছে রাখা আইনত অপরাধ হলেও কুয়েতের চিত্র ভিন্ন। দেশটিতে শ্রমিকদের পাসপোর্ট দেশে ছুটিতে যাওয়ার আগ মুহূর্তে অথবা নবায়ন করার সময় দেওয়া হয়। যার কারণে অনেক প্রবাসী পাসপোর্টের মেয়াদ ভুলে যায়। এদিকে সময়মতো পাসপোর্ট নবায়ন না করতে পেরে অনেকেই অবৈধ হয়ে পড়ছেন। কারন পাসপোর্টের কারণে সময়মতো আকামাও নবায়ন করতে পারছেননা প্রবাসীরা। এদিকে। দেশটির আইন অনুযায়ী আকামার মেয়াদ শেষ হয়ে গেলে প্রতিদিন দুই দিনার করে জরিমানা গুনতে হয়। এভাবে প্রতিনিয়ত জরিমানার মুখোমুখি হচ্ছেন প্রবাসীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী বলেন, ‘পাসপোর্ট মালিকের কাছে থাকায় এর মেয়াদ সম্পর্কে জানা ছিলোনা। এদিকে মালিকও আকামা লাগাতে পারেনি। আমাকে বলল তাড়াতাড়ি পাসপোর্ট নবায়ন করে নিয়ে আসতে। কিন্তু দূতাবাসে পাসপোর্ট নবায়ন করতে দিলে তারা আড়াই মাস সময় নিয়েছে নতুন পাসপোর্ট এর জন্য। পরবর্তীতে জরুরি প্রয়োজন বললে পুরাতন পাসপোর্টের উপর হাতে লিখে মেয়াদ বাড়িয়ে দেয় দূতাবাস। তবে, হাতে লেখা পাসপোর্ট স্থানীয় পররাষ্ট্র মন্ত্রনালয় হতে সত্যায়িত করতে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় হয়।’ এদিকে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে এক বছর আগে ই-পাসপোর্ট চালু হলেও কুয়েতে চালু হয়নি আজও, এতে বিপাকে প্রবাসীরা। তবে, শীঘ্রই ই-পাসপোর্টের মাধ্যমে ১০ বছর মেয়াদী পাসপোর্ট দেওয়া হবে এমনটি জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মাদ আশিকুজ্জামান।
আরো পড়ুন:
আকর্ষণীয় বেতনে প্রবাসীর ট্যাক্সিতে চাকরির সুযোগ!
কুয়েতে প্রবাসী শ্রমিকদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম
অপপ্রচারের জবাব দিতে প্রবাসীদের পাশে চান প্রধানমন্ত্রী
ফ্রি ভিসায় সৌদি যেয়ে মিলছে না কাজ, বিপাকে নতুন প্রবাসীরা
ওমানে প্রবাসী ক্যাম্প থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ
আরো দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post