ঢাকায় আমিরাতের নতুন রাষ্ট্রদূত হিসেবে আব্দুল্লাহ আলি আলহামুদিকে নিয়োগ করেছে সংযুক্ত আরব আমিরাত। ২১ সেপ্টেম্বর ঢাকাস্থ আমিরাত দূতাবাসের ভেরিফায়েড টুইটে এক বার্তায় এ তথ্য জানানো হয়। ঢাকাস্থ আমিরাত দূতাবাসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আব্দুল্লাহ আলি আলহামুদি ঢাকায় আমিরাতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ২০০০ সালের মার্চ থেকে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করেছেন। তৎকালীন সময়ে আমিরাত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতি হয় তার মাধ্যমে। এর আগে আব্দুল্লাহ আলহামুদি আমিরাতের হয়ে ২০১৩-১৪ সাল পর্যন্ত ত্রিপলি, লিবিয়ার দূতাবাসের ডেপুটি হেড অফ মিশনে ছিলেন। ২০১৫-১৭ সাল পর্যন্ত তিনি আমিরাতের কোপেনহেগেন, ডেনমার্কের দূতাবাস প্রতিষ্ঠার সদস্য ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post