সিরিয়া উপকূলে অভিবাসন-প্রত্যাশীদের একটি নৌকা ডুবে অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এসব অভিবাসী ও শরণার্থীরা মধ্যপ্রাচ্যের দেশ লেবানন থেকে নৌকায় উঠেছিলেন। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। মৃত অভিবাসন-প্রত্যাশীরা বিভিন্ন দেশের নাগরিক। তবে কতজন বাংলাদেশী অভিবাসী রয়েছে সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি।
মূলত যুদ্ধ বিধ্বস্ত থেকে উন্নত জীবনের আশায় প্রতিনিয়ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন হাজারো মানুষ। এদের কেউ গন্তব্যে পৌঁছাতে পারলেও অনেকেরই সলিল সমাধি হয় সাগরে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ২২ সেপ্টেম্বর জানায়, লেবানন থেকে সাগর পথে ইউরোপে যাওয়ার সময় সিরিয়া উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটে। অভিবাসন-প্রত্যাশীদের বহনকারী নৌকা ডুবিতে অন্তত ৭১ জনের মৃত্যু হয়। জীবিত উদ্ধার করা হয় আরও অনেককে।
আল জাজিরা জানায়, অভিবাসন-প্রত্যাশী ও শরণার্থীদের বহনকারী নৌকাটি লেবাননের উত্তর মিনিয়েহ অঞ্চল থেকে যাত্রা শুরু করে। নৌকাটিতে ১২০ থেকে ১৫০ জনের মতো অভিবাসী ছিলেন। যারা বিভিন্ন দেশের নাগরিক। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। লেবাননে গত তিন বছর ধরে অর্থনৈতিক সংকট চলছে। চারভাগের মধ্যে তিনভাগ মানুষই দারিদ্রসীমার নিচে বাস করছেন। এমন পরিস্থিতিতে বিপজ্জনক দেখেও সমুদ্র পার হয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করছে মানুষ। তবে শুধুমাত্র লেবাননের মানুষই নয়, এর মধ্যে দেশটিতে আশ্রয় নেয়া সিরীয় শরণার্থীও আছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post