মহামারী করোনা পরিস্থিতিতে ওমানের টুরিস্ট ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কমিটির বৈঠকে দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল মেহরাজী বলেন, “২০২০ সালের ১ মার্চ থেকে ৩১ আগস্ট ২০২০ সালের মধ্যে যাদের ওমানের টুরিস্ট ভিসা হয়েছে, তাদের ভিসার মেয়াদ আগামী ২০২১ সালের মার্চ পর্যন্ত বাড়ানো হইলো।” সুত্রঃ টাইমস অব ওমান
দেশটির এমন সিদ্ধান্তে যেসকল প্রবাসী অথবা ভ্রমণকারী ওমানের টুরিস্ট ভিসা করেছিলেন, তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অনেক ওমান প্রবাসী তাদের পরিবারের জন্য টুরিস্ট ভিসা করেছিলেন বলে আমাদের জানিয়েছিলেন, নিঃসন্দেহে এটি ওমান প্রবাসীদের এবং ভ্রমকানকারীদের জন্য অনেক বড় একটা সুখবর। ওমান প্রবাসী আবুল কালাম বলেন, “ওমান সরকার কে ধন্যবাদ এমন একটা সুখবর দেওয়ার জন্য, আমি আমার পরিবার ওমানে আনার জন্য ভ্রমণ ভিসা করেছিলাম, কিন্তু এই করোনার কারণে তারা ওমানে এসে আটকা পড়েছিলো, লকডাউনের কারণে ভিসার মেয়াদ ও বাড়াতে পারিনি, জরিমানা নিয়ে খুব চিন্তায় ছিলাম, আজ এই সংবাদ টি শুনে অনেক খুশি হয়েছি।” আবুল কালামের মতো অনেকেই এমন উদ্যোগের জন্য ওমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post