সৌদি আরবের মদিনায় স্বর্ণ ও তামার খনির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও সার্ভে অ্যান্ড মিনারেল এক্সপ্লোরেশন সেন্টার। ১৫ সেপ্টেম্বর এ তথ্য প্রকাশ করে এ দুই সৌদি সংস্থা। সৌদি প্রেস এজেন্সির খবর থেকে জানা যায়, স্বর্ণের ও তামার খনিটি মদিনার আবা আল-রাহার সীমানা ও উম্ম আল-বারাক হেজাজের সীমানার মধ্যে রয়েছে। এছাড়া ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকার চারটি স্থানে তামার আকরিক আবিষ্কৃত হয়েছে।
নতুন এসব খনি আবিষ্কারে ফলে সৌদিআরবে বিনিয়োগ আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। মদিনা অঞ্চলে অবস্থিত উম্মাল-দামার মাইনিং সাইটের লাইসেন্স পেতে ১৩টি সৌদি এবং বিদেশি কোম্পানি জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। নতুন সন্ধান পাওয়া এই সোনা ও তামার মজুত স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করবে বলে আশা করছে দেশটির কর্তৃপক্ষ। এই বিনিয়োগের পরিমাণ ৫৩ কোটি ডলার ছাড়াতে পারে, যার ফলে প্রায় ৪ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। চলতি বছরের জানুয়ারীতে সৌদি ভূ-তাত্ত্বিক সমবায় সমিতি জানায়, সৌদি আরবে পাঁচ হাজার ৩০০টিরও বেশি খনি রয়েছে। এরমধ্যে রয়েছে বিভিন্ন ধাতু, অধাতু শিলা ও রত্ন পাথর ইত্যাদি।
আরো পড়ুন:
বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীসহ ৩ জনের মৃত্যু
দখলদার ইসরাইলের অনুরোধ প্রত্যাখ্যান করলো কাতার
সৌদি আরবে একদিনে দুই প্রবাসীর মৃত্যু
তিন মাসেও বিমানবন্দরে হারানো লাগেজ ফেরত পাননি প্রবাসীরা
ইয়াবা-অস্ত্র দিয়ে নিজের স্ত্রী-সন্তানকে ফাঁসানোর চেষ্টা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post