প্রবাসীদের হাতের নাগালে সেবা পৌঁছে দিতে এবার ওমানের সালালাহ যাচ্ছেন দূতাবাসের একটি টিম। আগামী ২২ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অত্র অঞ্চলের প্রবাসীদের মাঝে সেবা দিবে এই টিম। ১৩ সেপ্টেম্বর দূতাবাসের প্রথম সচিব রওশন আরা পলি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এবং পরদিন সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত আকিল মসজিদের পাশে ই-পাসপোর্ট সহ দূতাবাসের বিভিন্ন সেবা দেওয়া হবে।
এই সময়ে স্থানীয় প্রবাসীরা ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং তাদের পুরনো পাসপোর্ট নবায়ন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এমআরপি পাসপোর্ট নবায়নে সাধারণ প্রবাসী এবং ছাত্রছাত্রীদের জন্য ১২ রিয়াল ৭০৫ পয়সা ফি নির্ধারণ করা হয়েছে এবং পেশাজীবীদের পাসপোর্ট নবায়নে ৪২ রিয়াল ৪০০ পয়সা ফি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও ই-পাসপোর্ট আবেদনের জন্য প্রবাসীদের প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর উক্ত আবেদন ফরম, জন্ম নিবন্ধন/ভোটার আইডি কার্ডের কপি সাথে নিয়ে যেতে বলা হয়েছে। (প্রবাসীদের সুবিধার্থে ই-পাসপোর্ট আবেদনের অনলাইন লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে।)
সেইসাথে পূর্বের এমআরপি পাসপোর্ট এবং ওমানের রেসিডেন্স কার্ড সাথে নিয়ে যেতে হবে। ই-পাসপোর্টের জন্য অবশ্যই ব্যক্তিকে সশরীরে উপস্থিত থাকতে হবে। সরকার নির্ধারিত ফি জমা দিয়ে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন প্রবাসীরা। পাসপোর্টের ফি এবং বিস্তারিত তথ্য দেখুন দূতাবাসের বিজ্ঞপ্তিতে।
আরো পড়ুন:
ওমানের মাস্কাট বিমানবন্দরের রানওয়েতে এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন
একদিনে খৎনা, বিয়ে আবার চলেও গেলেন একসঙ্গে দুই ভাই!
ওমান প্রবাসীদের জন্য সুখবর, সহজ হলো ভিসা নবায়ন
সৌদি আরবের চার দেয়ালে বন্দি হাজারো বাংলাদেশি
জর্ডানে চারতলা ভবন ধস, আতঙ্কে প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post