দূতাবাসে সেবা নিতে আসা গুরুতর অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী প্রবাসীদের সুবিধার্থে হুইল চেয়ারের ব্যবস্থা করেছে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস। বুধবার (১৪-সেপ্টেম্বর) থেকে নতুন এ ব্যবস্থা চালু করেছে দূতাবাস কর্তৃপক্ষ। দূতাবাস সূত্রে জানাগেছে, সৌদি আরবে অনেক প্রবাসী গুরুতর অসুস্থ অবস্থায় বা বিভিন্ন দুর্ঘটনায় চলাচলে অক্ষম হয়ে পড়েন। যে কারণে এ সকল প্রবাসীরা যখন দূতাবাসে সেবা নিতে আসেন, তখন তাদের জন্য বেশ অসুবিধার কারণ হয়ে দাঁড়াত। এই সকল প্রবাসীদের সুবিধার্থে বর্তমানে এই সেবা চালু করে দূতাবাসের শ্রম কল্যাণ উইং। দূতাবাসের গেটে এই হুইল চেয়ার রাখা হয়েছে। যাতে গাড়ি থেকে নেমেই হুইল চেয়ারে করে সেবা নিতে পারেন প্রবাসীরা।
দূতাবাসের এমন উদ্যোগের ফলে দারুণ খুশি সুফলভোগীরা। বুধবার সকালে দূতাবাসে সেবা নিতে যান চট্টগ্রামের পটিয়ার ৩৫ বছর বয়সী মোহাম্মদ হুমায়ূন। প্রায় দুমাস আগে সড়ক দুর্ঘটনায় তিনি চলাচলের অক্ষম হয়ে পড়েন। দূতাবাসের গেটে হুইল চেয়ারটি পেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন ও রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে আন্তরিক ধন্যবাদ জানান। হুইল চেয়ার সেবা উদ্বোধনের সময় দূতাবাসের মিশন উপপ্রধান আবুল হাসান মৃধা, কাউন্সেলর (শ্রম) রেজা-ই রাব্বি সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
ওমানে গাড়ি ভাংচুর ও চুরির অপরাধে একাধিক ব্যক্তি গ্রেফতার
ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের পদে পদে ভোগান্তি
বিমানবন্দরে ফ্রি টেলিফোন সুবিধা, সুফল পাবেন প্রবাসীরা
প্রবাসী বাবাকে বাঁচাতে ৭ বছরের মেয়ের আকুতি
সম্মানই যদি না পান, রেমিট্যান্স কেন পাঠাবেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post