জর্ডানের রাজধানী আম্মানে একটি চারতলা আবাসিক ভবন ধসে পাঁচজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১৪ জন। এখনও অনেকেই সেখানে আটকা পড়ে আছেন বলে জানাগেছে স্থানীয় সূত্রে। তবে এদের মধ্যে কয়জন প্রবাসী বাংলাদেশী রয়েছে সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। দেশটির নিরাপত্তা মুখপাত্র আমের আল-সারতাউই মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক নিরাপত্তা কমান্ড এবং মিলিটারি পুলিশিং বাহিনীর সদস্যরা উদ্ধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ধসে পড়া ভবনে অনেক লোক আটকে পড়ে আছে। তবে কতজন বিদেশী নাগরিক রয়েছে সেটা জানায়নি। জর্ডানের উপ-প্রধানমন্ত্রী তৌফিক ক্রিশান জানান, ভবনটি পুরানো এবং জরাজীর্ণ ছিল। ভবন ধসের অন্যতম কারণ এটি। এরইমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
আরো পড়ুন:
ওমানে গাড়ি ভাংচুর ও চুরির অপরাধে একাধিক ব্যক্তি গ্রেফতার
ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের পদে পদে ভোগান্তি
বিমানবন্দরে ফ্রি টেলিফোন সুবিধা, সুফল পাবেন প্রবাসীরা
প্রবাসী বাবাকে বাঁচাতে ৭ বছরের মেয়ের আকুতি
সম্মানই যদি না পান, রেমিট্যান্স কেন পাঠাবেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post