ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এর মৃত্যুর পর বিশ্ব জুড়ে বইছে শোকের ছায়া। এরই মধ্যে সৌদি আরবে অদ্ভুত এক ঘটনার জন্ম দিয়েছে এক বিধর্মী। রানীর আত্মার জন্য শান্তিকামনা করে ওমরা পালন করেছেন এক ইয়েমেনি। এরপর সোমবার (১২-সেপ্টেম্বর) নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও টুইট করেন ওই ইয়েমেনি। ভিডিওতে কাবা শরিফ চত্বরে একটি ব্যানার উঁচু করে ধরতে দেখা গেছে তাকে। ব্যানারে লেখা ছিল, ‘আমার ওমরাহর মূল উদ্দেশ্য রানি দ্বিতীয় এলিজাবেথের বিদেহী আত্মার প্রতি সম্মান জানানো। ঈশ্বরের কাছে প্রার্থনা— তিনি যেন স্বর্গে রানিকে ধার্মিক ও ন্যায়নিষ্ঠদের পাশে ঠাঁই দেন।’ সৌদির বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও ক্লিপটি টুইটারে টুইট করার পর অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনা-সমালোচনার পাশাপাশি ইয়েমেনের ওই নাগরিককে গ্রেপ্তারের দাবিও উঠতে থাকে। অবশেষে ওইদিন বিকেলের দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইসলাম ধর্মের বিধি অনুযায়ী, মৃত ব্যক্তির নামে ওমরাহ পালন করা বৈধ, তবে এক্ষেত্রে ওই মৃত ব্যক্তিতে অবশ্যই মুসলিম হতে হবে। মৃত কোনো অমুসলিম ব্যক্তির নামে ওমরাহ পালন করা ইসলামে নিষিদ্ধ। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ অমুসলিম তো বটেই, উপরন্তু পদাধিকার বলে যুক্তরাজ্যের সব গির্জারও গভর্নর ছিলেন তিনি। সৌদি সরকারের নিয়ম অনুযায়ী, পবিত্র ক্বাবায় মুসলিম ধর্মাবলম্বী ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ। এছাড়া ওমরাহ পালনের সময়ে যাত্রীদের ব্যানার বহন করা ও রাজনৈতিক স্লোগান দেওয়াও নিষিদ্ধ। উক্ত ইয়েমেনি নাগরিক উপরে উল্লেখিত দুইটি আইন লঙ্ঘন করেছেন। সোমবার সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘কাবা শরিফ চত্বরে ব্যানার হাতে দাঁড়ানো ইয়েমেনের ওই নাগরিককে ওমরাহর নিয়ম ও নির্দেশিকা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অবিলম্বে তাকে আদালতে সোপর্দ করা হবে।’
আরো পড়ুন:
ওমানে গাড়ি ভাংচুর ও চুরির অপরাধে একাধিক ব্যক্তি গ্রেফতার
ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের পদে পদে ভোগান্তি
বিমানবন্দরে ফ্রি টেলিফোন সুবিধা, সুফল পাবেন প্রবাসীরা
প্রবাসী বাবাকে বাঁচাতে ৭ বছরের মেয়ের আকুতি
সম্মানই যদি না পান, রেমিট্যান্স কেন পাঠাবেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post