রেমিট্যান্সের পালে হাওয়া, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম আট দিনে প্রায় ৬০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। ১২ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী রেমিট্যান্সের মধ্যে ৫০ কোটি ডলারের বেশি এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। আর রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে মাত্র ৯ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, গত আগস্ট মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ২০৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার। এর আগে জুলাই মাসে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। জুলাই মাসে ঈদুল আজহার কারণে দেশে বিপুল পরিমাণ প্রবাসী আয় এসেছিল। আগস্ট মাসে দেশে বড় উৎসব না থাকলেও সেই সময় প্রবাসী আয়ের প্রবাহ ২০০ কোটি ডলার ছাড়িয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বেসরকারি খাতের অনেক ব্যাংক সরকারি ব্যাংকগুলোর চেয়ে বেশি প্রবাসী আয় আনছে।
হুন্ডি প্রতিরোধে কড়াকড়ি আরোপ এবং রেমিট্যান্স প্রেরণে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ায় গতি বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে, মধ্যপ্রাচ্যের দেশ ওমান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে খোঁজ নিয়ে জানাগেছে, এখনও প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ প্রবাসী অবৈধ চ্যানেলে হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠান।
অনেকেই বাধ্য হয়ে এই অবৈধ বেছে নেন বলে জানিয়েছেন প্রবাস টাইমকে। বিশেষ করে যেসব প্রবাসীদের বৈধ কাগজপত্র নেই, তাদের হুন্ডির বিকল্প কোনো পথ খোলা নেই। আইনের বেড়াজালে পড়ে বাধ্য হয়ে ঝুঁকছেন হুন্ডিতে। খোজনিয়ে দেখা গেছে, মধ্যপ্রাচ্যে যেসব প্রবাসী নানা কারণে অবৈধ হয়ে পড়েছেন, তারা চাইলেও ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে পারছেননা। মানি এক্সচেঞ্জ গুলোতে বৈধ রেসিডেন্স কার্ড দেখানো বাধ্যতামূলক। আর তাই যাদের রেসিডেন্স কার্ডের মেয়াদ শেষ হয়েছে বা নেই, তাদের একমাত্র মাধ্যম এখন হুন্ডি। অনেকে আবার ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর ঝামেলা না নিয়ে হুন্ডিতে টাকা পাঠান। এ অবস্থায় রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে সার্ভিস চার্জ মওকুফের দাবি তুলেছেন কেউ কেউ। যেসব সমস্যার কারণে প্রবাসীরা হুন্ডির দিকে ঝুঁকছেন, তা চিহ্নিত দ্রুত সমাধানে সরকারের প্রতি দাবি জানিয়েছেন প্রবাসীরা।
আরো পড়ুন:
ওমানে গাড়ি ভাংচুর ও চুরির অপরাধে একাধিক ব্যক্তি গ্রেফতার
ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের পদে পদে ভোগান্তি
বিমানবন্দরে ফ্রি টেলিফোন সুবিধা, সুফল পাবেন প্রবাসীরা
প্রবাসী বাবাকে বাঁচাতে ৭ বছরের মেয়ের আকুতি
সম্মানই যদি না পান, রেমিট্যান্স কেন পাঠাবেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post