পরিবার প্রিয়জন ছেঁড়ে দূর প্রবাসে বছরের পর বছর খেয়ে-না-খেয়ে কঠোর পরিশ্রমে অর্থ উপার্জন করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন প্রবাসীরা। তবু যখন দেশে ফেরার সময় হয়, তখন তাদের আনন্দ যেন বাঁধ মানতে চায় না। কিন্তু দেশের বিমানবন্দরে পা রাখতেই সে আনন্দ পরিণত হয় বিষাদে। পরিবারের সবার সাথে আনন্দ ভাগাভাগি করতে প্রবাসীরা বিদেশ থেকে নিয়ে আসেন নানা উপহার। তাতে ভারি হতে থাকে লাগেজ।
কিন্তু বিমানবন্দরে নেমেই লাগেজ নিয়ে প্রবাসীদের পড়তে হয় বিপাকে। কপাল খারাপ থাকলে হতে হয় হেনস্থা আর দুর্ব্যবহারের শিকার। আবার টার্মিনাল থেকে ট্রলি বাইরে নিতে না দেওয়ায় নিরুপায় হয়ে কাঁধে করেই মালামাল বাইরে আনতে হচ্ছে তাদের। দীর্ঘ যাত্রার পর দেশে নেমেই তাদের এমন কষ্ট আর বিড়ম্বনায় আনন্দ যেন ধুলোয় মিশে যায়।
যেসব যাত্রী বিত্তবান তাদের অবশ্য এসব দুর্ভোগে পড়তে হয় না। কেননা স্বজনেরা আগে থেকে গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষারত থাকেন। কিন্তু সব দুর্ভোগ পোহাতে হয় দেশের জন্য বৈদেশিক মুদ্রা আয়কারী খেটে খাওয়া প্রবাসী শ্রমিকদের। তাদের জন্য তো আর কেউ গাড়ি নিয়ে অপেক্ষমাণ থাকেন না!
বিমানবন্দরের ভিতরে এয়ারপোর্ট সার্ভিস থেকে গাড়ি ভাড়া করা গেলেও সেজন্য প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে হয়। একারণে এতদিন তারা ট্রলিতে করে মালামাল বাইরে এনে সিএনজি বা বাইরের প্রাইভেটকার ভাড়া করতেন। কিন্তু এখন আর কপালে সেই সুখটুকুও নেই তাদের। এখন আর ট্রলি টার্মিনালের বাইরে আনতে দেয়া হচ্ছে না। তাই ঘাড়ে করেই মালামাল বহন করতে হচ্ছে তাদেরকে।
তবে এবার আসার আলো দেখাচ্ছে প্রবাস ফেরত কয়েকজন যুবকের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রবাসীর ট্যাক্সি নামে একটি কোম্পানি। যে প্রতিষ্ঠানের মাধ্যমে শতভাগ নিরাপদে এবং সাশ্রয়ী ভাড়ায় ঢাকা বিমানবন্দর থেকে গন্তব্যে যেতে পারছেন প্রবাসীরা। উন্নত মানের যাত্রী সেবা এবং মর্যাদা পূর্ণ আচরণে মুগ্ধ প্রবাসীরাও।
www.probashirtaxi.com এই ওয়েবসাইটের মাধ্যমে বিদেশ থেকেই গাড়ি বুকিং করতে পারবেন প্রবাসীরা। অথবা তাদের 01321-199022 এই হটলাইন নাম্বারে কল করেও গাড়ি বুকিং করতে পারবেন প্রবাসীরা।
আরো পড়ুন:
ওমানে গাড়ি ভাংচুর ও চুরির অপরাধে একাধিক ব্যক্তি গ্রেফতার
ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের পদে পদে ভোগান্তি
বিমানবন্দরে ফ্রি টেলিফোন সুবিধা, সুফল পাবেন প্রবাসীরা
প্রবাসী বাবাকে বাঁচাতে ৭ বছরের মেয়ের আকুতি
সম্মানই যদি না পান, রেমিট্যান্স কেন পাঠাবেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post