বুধবার এশিয়া কাপের সুপার ফোরের শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে উল্লাসে মাতে পাকিস্তান শিবির। হতবাক আফগানরা যেন তা মেনে নিতে পারেনি। পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে মাঠেও ছিল উত্তেজনা। জমজমাট এই ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আসিফ আলীকে আউট করে উদযাপনে মাতেন আফগান পেসার ফরিদ আহমেদ মালিক। তবে উত্তেজিত হয়ে আসিফের একদম কাছে চলে যান ফরিদ। এই উদযাপন কাটা ঘায়ে নুনের ছিটা হিসেবে লেগেছে আসিফের। তাই ধাক্কা দিয়ে সরিয়ে দেন ফরিদকে। আফগান পেসারও পাল্টা প্রতিক্রিয়া দেখান। এরপর ব্যাট উঁচিয়ে ফরিদকে মারতে চাইলেন আসিফ। আরও কিছুক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময়ের পর সাজঘরের পথ ধরেন আসিফ। এজন্য আসিফ-ফরিদ দুজনকেই শাস্তি দিয়েছে আইসিসি।
এদিকে দর্শক গ্যালারিতেও ছিলো চরম উত্তেজনা। আর তাই শারজার গ্যালারিতে মেতে ওঠে চেয়ার ছোড়াছুড়িতে। পাকিস্তানি দর্শকদের ওপর চড়াও হয় আফগানরা। কয়েকজনকে চেয়ার দিয়ে বাড়ি দিতেও দেখা যায়। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। গ্যালারিতে ভাংচুর ও পাকিস্তানিদের ওপর হামলার দায়ে ৩৯১ জন আফগান সমর্থককে গ্রেপ্তার করেছে আরব আমিরাত পুলিশ। ওই আফগান সমর্থকদের তিন হাজার দিরহাম যা বাংলাদেশি মুদ্রায় ৭৭ হাজার টাকার সমপরিমাণ জরিমানাও করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে স্টেডিয়ামের ক্ষতিসাধন করায় ৯৭ জন আফগানকে এবং মারামারির ঘটনায় আরব আমিরাতের বিভিন্ন অংশ থেকে আরও ১১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে এ ঘটনায় ৩৯১ জন দর্শককে গ্রেফতার করা হয়েছে বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো।
আরো পড়ুন:
ছুটিতে দেশে এসে সৌদি প্রবাসীর মৃত্যু
বেড়েছে প্রবাসী আয়, রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার
হুন্ডিতে টাকা নিলে বিপদে পড়বেন প্রবাসীর স্বজন
মৃত্যুকূপ পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছে ৩৮ বাংলাদেশি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post