মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাধারণত কম বৃষ্টি হয়। দেশগুলোতে বৃষ্টির ঘটনা খুবই বিরল। মরুভূমির দেশটির আকাশে প্রচুর মেঘ তৈরি হলেও তাপমাত্রার কারণে সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরার আগেই বাষ্প হয়ে উড়ে যায়। এ সমস্যা সমাধানে ক্লাউড সিডিং পদ্ধতি অবলম্বন করছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ।
তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে আকাশে লবণ ছিটিয়ে এক অভিনব পদ্ধতিতে বৃষ্টি নামিয়েছে সংযুক্ত আরব আমিরাত। কৃত্রিম এ পদ্ধতির নাম ক্লাউড সিডিং। রাসায়নিক পদার্থ ব্যবহার না করে বিকল্প পদ্ধতি অবলম্বন করায় এটিকে পরিবেশ বান্ধব বলে মন্তব্য করছে দেশটির কর্তৃপক্ষ।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গত কয়েক বছর ধরেই প্রচণ্ড তাপমাত্রায় পানি সংকট বেড়েছে আরব আমিরাতে। সেই সংকট মোকাবিলায় এবার ক্লাউড সিডিং প্রক্রিয়া শুরু করেছে দেশটি। মূলত মেঘের মধ্যে রাসায়নিক পদার্থ ছড়িয়ে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো হয় এ প্রক্রিয়ায়। তবে রাসায়নিকের পরিবর্তে, লবণ ব্যবহার করছে আরব আমিরাত কর্তৃপক্ষ। এক্ষেত্রে বিমানে করে ফ্লেয়ারের মাধ্যমে মেঘের মধ্যে লবণ ছিটানো হয়েছে।
লবণে থাকা সোডিয়াম ও পটাশিয়াম ক্লোরাইড মেঘের সঙ্গে বিক্রিয়া করে পরিণত হয় বৃষ্টিতে। এ প্রক্রিয়ার ফলে আগের চেয়ে বৃষ্টি বেড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে কর্তৃপক্ষ বলেছে, মেঘে লবণ ছিটানোর মাধ্যমে আগের চেয়ে এখন প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেশি বৃষ্টি হচ্ছে।
এদিকে, চট্টগ্রামের লোহাগাড়ায় মোনাজাতের মাধ্যমে অলৌকিকভাবে বৃষ্টি নামিয়েছেন মুসুল্লিরা। গত পহেলা সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে বৃষ্টির জন্য ইস্তেখারা নামাজে জড়ো হয়েছিলেন মুসল্লিরা। আর সেই নামাজ আদায়ের কিছুক্ষণের মধ্যেই নেমে আসে বৃষ্টি। এসময় সবাই একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে দেখা যায়।
আরো পড়ুন:
মারা গেলেন ওমান প্রবাসী আপন চার ভাই
‘প্রবাসীদের রেমিট্যান্স-যোদ্ধা বলে লাভ নেই’
ওমানে মহামারির মতো ছড়িয়ে পড়ছে বিবাহবিচ্ছেদ
ইতিহাসের সবচেয়ে বড় মাদকের চালান ধরলো সৌদি
স্বর্ণ চোরাচালান বন্ধে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিলো বাজুস
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post