মালয়েশিয়ায় স্বদেশী এক সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার করেছেন মোহাম্মদ ইমরান মিয়া (৩২) নামের এক প্রবাসী বাংলাদেশি। শুক্রবার (২ সেপ্টেম্বর) দেশটির এক ম্যাজিস্ট্রেট আদালতে প্রাথমিক শুনানিকালে হত্যার কথা স্বীকার করেন তিনি। গত ২১ আগস্ট সহকর্মী সফিক আলমকে (৩২) হত্যা করেন মোহাম্মদ ইমরান মিয়া। হত্যার পরই পুলিশের হাতে আটক হন তিনি। শুক্রবার তাকে পেনাংয়ের ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে আনা খুনের অভিযোগটি ম্যাজিস্ট্রেট নুর ফাদ্রিনা জুলখাইরির আদালতে পড়ে শোনালে মোহাম্মদ ইমরান মিয়া তা স্বীকার করেন।
দোষী সাব্যস্ত হলে মালয়েশিয়ার আইন অনুযায়ী ইমরান মিয়ার মৃত্যুদণ্ড হতে পারে। জানাগেছে, নিহত সফিক দীর্ঘ ১০ বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। গত মাসে তিনি নতুন করে পেনাং এয়ারপোর্টের পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজে যোগদান করেন। এখানে আগে থেকেই কাজ করতেন ইমরান মিয়া।
ঘটনার দিন সফিক ও ইমরান নাইট শিফটে কাজ করছিলেন। এদিন তারা রাতের খাবারের জন্য এয়ারপোর্ট থেকে বাসার দিকে রওয়ানা হন। এ সময় তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শফিকের পেট, হাত ও মুখের বিভিন্ন অংশে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন ইমরান।
আরো পড়ুন:
মারা গেলেন ওমান প্রবাসী আপন চার ভাই
‘প্রবাসীদের রেমিট্যান্স-যোদ্ধা বলে লাভ নেই’
ওমানে মহামারির মতো ছড়িয়ে পড়ছে বিবাহবিচ্ছেদ
ইতিহাসের সবচেয়ে বড় মাদকের চালান ধরলো সৌদি
স্বর্ণ চোরাচালান বন্ধে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিলো বাজুস
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post