পরিবার প্রিয়জন ছেঁড়ে দূর প্রবাস থেকে রেমিট্যান্স পাঠিয়ে যেমনিভাবে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন প্রবাসীরা। ঠিক তেমনিভাবে বিদেশের মাটিতেও দেশের সুনাম উজ্জ্বল করছেন এই প্রবাসীরাই। সম্প্রতি ওমানের রাস্তায় পাওয়া টাকা ফেরত দিয়ে রয়্যাল ওমান পুলিশ থেকে সম্মাননা পেয়েছেন নুর উদ্দিন শহীদ নামে এক ওমান প্রবাসী। লক্ষাধিক টাকা পেয়েও এর মালিক খুঁজতে ৬০০ কিমি পথ পাড়ি দিয়েছেন বাংলাদেশি এই প্রবাসী। বিদেশের মাটিতে এমন কাজ করতে পেরে বেশ আনন্দিত নূর উদ্দিন শহীদ । মঙ্গলবার (৩০-আগস্ট) প্রবাস টাইমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি নিজেই।
নূর উদ্দিনের দেশের বাড়ি চট্টগ্রামের হাটহাজারি থানার ফরহাদাবাদ গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ মুছা সওদাগর। যিনি ওমানের কোরিয়াত বাজারের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। নূর উদ্দিন শহীদ দীর্ঘ ২০ বছর যাবত বাবার রেখে আসা ব্যবসা পরিচালনা করছেন ওমানের কোরিয়াত নামক শহরে। গত পহেলা আগস্ট নিজের ব্যবসার মালামাল কিনতে রেসিল সবজি মার্কেটে যান নুর উদ্দিন শহীদ। বাজার করে গাড়িতে উঠবেন, ঠিক এমন সময় দেখেন চার শত ওমানি রিয়ালের একটি বান্ডিল পড়ে আছে নিচে। তিনি টাকা হাতে নিয়ে সাথে-সাথেই ওমানের জাতীয় হেল্প লাইন ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানান।
নূর উদ্দিন শহীদের এমন কাজের জন্য গত ২৮ আগস্ট সম্মাননা দেয় ওমানের আল কুরুম পুলিশ ষ্টেশন। এসময় তাকে একটি প্রশংসা পত্র এবং নগদ ২০০ ওমানি রিয়াল দেওয়া হয়। যা বাংলাদেশি মুদ্রায় ৫৫ হাজার টাকার সমপরিমাণ। সেইসাথে রয়্যাল ওমান পুলিশের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে পোষ্ট দেওয়া হয়। নূর উদ্দিন শহীদেরএমন কাজে ওমানে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এমনটি জানিয়েছেন প্রবাসীরা।
আরো পড়ুন:
চলন্ত ফ্লাইটে মাঝ আকাশে ২ পাইলটের মারামারি
প্রশিক্ষণের অভাবে দক্ষতায় পিছিয়ে প্রবাসী শ্রমিকেরা
ট্যাক্সি চালকদের জন্য নতুন নির্দেশনা জারী করলো কুয়েত
২০ বছরের প্রবাস জীবন শেষ করে বাক্সবন্দী হয়ে দেশে ফিরবেন আলী!
২৫ দিনে সাড়ে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post