দিনদিন বাড়ছে প্রবাসীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা। আর্থিক সংকট ও পারিবারিক কলহের কারণে অল্পতেই অনেক প্রবাসী আত্মহত্যা করছেন। গ্রিসে এক বাংলাদেশি যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেশটির সান্তোরিনি দ্বীপে এ ঘটনাটি ঘটেছে। সোমবার রাতে গ্রিসের বিভিন্ন গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রচার করে। ওই যুবক গলায় দড়ি বেঁধে নিজের ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
জানা গেছে, মাহবুবুর রহমান জিল্লুর নামের এই বাংলাদেশি যুবক সান্তোরিনির কামারিতে একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চাকরি করতেন।
গতকাল সকাল থেকেই সহকর্মীরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। বিভিন্নভাবে তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে খুঁজে তার ঘরে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহকর্মীরা। পরে তারা পুলিশকে খবর দিলে স্থানীয় থিরা সাব-ডিস্ট্রিক্টের পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ওই যুবক নিজেই গলায় দড়ি বেঁধে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করতে পারে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত করছে পুলিশ। নিহত বাংলাদেশি যুবক মাহবুবুর রহমান জিল্লুর মৌলভীবাজার জেলার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বড়কাপন গ্রামের তোফাজ্জল মিয়ার ছেলে বলে জানা গেছে।
আরো পড়ুন:
ওমানে ক্রেন দুর্ঘটনায় এক প্রবাসীর মৃত্যু
সৌদিতে প্রাইভেটকার খাদে পড়ে ৩ প্রবাসী বাংলাদেশির মৃত্যু
মজুরির দাবিতে বিক্ষোভ করায় শ্রমিকদের ফেরত পাঠাচ্ছে কাতার
মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমামের ১০ বছরের কারাদণ্ড দিল সৌদি!
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post