লুঙ্গি-পাঞ্জাবি আর গলায় গামছা দিয়ে বাংলাদেশ থেকে দুবাই হয়ে জাপান গেলেন ফখরুল ইসলাম নামের এক বাংলাদেশি প্রবাসী। তার লুঙ্গি গামছা পরে ইমিগ্রেশন পার হওয়ার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিশ্বের বুকে বাঙ্গালী সংস্কৃতিকে তুলে ধরায় উদ্দেশ্যেই এমন ব্যতিক্রমী উদ্যোগ বলে জানালেন ফখরুল।
ফখরুলের এমন ব্যতিক্রমী পোশাক দেখে মুগ্ধ হয়েছেন ফ্লাইটের অন্য যাত্রীরাও। ইতিমধ্যেই তিনি লুঙ্গী পড়ে আর গলায় গামছা দিয়ে দুবাই, সিঙ্গাপুর ও জাপান ভ্রমণ করেছেন। আগামী দিনে বিশ্বের সবকটি দেশ ভ্রমণ করবেন এমনটি জানালেন প্রবাস টাইমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে।
পুরুষদের ঘরের পোশাক হিসেবে তুমুল জনপ্রিয় লুঙ্গি। অনেকে বাইরেও পরেন। তবে সাধারণভাবে নগরজীবনে তা কমই দেখা যায়। আবার ঘরের বাইরে লুঙ্গি পরে বাংলাদেশের ঐতিহ্যবাহী এই পোশাককে তুলেও ধরেন অনেকে। শুধু বাংলাদেশ না, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, জর্ডান, সোমালিয়া বা কেনিয়ার মতো দেশেও লুঙ্গি জনপ্রিয় পোশাক। ফখরুলের এমন ব্যতিক্রমী উদ্যোগে দেশীয় সংস্কৃতির প্রতি অন্যদের আকর্ষণ করবে বলে মনে করছেন প্রবাসীরা।
ফখরুল কুমিল্লার মুরাদনগর উপজেলার আব্দুর রহিমের ছেলের। তিনি জাপানের একটি সুনামধন্য কোম্পানিতে কাজ করছেন। একইসাথে দীর্ঘদিন যাবত প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরছেন দেশের বিভিন্ন টেলিভিশন ও পত্রিকায়। বর্তমানে তিনি ডিবিসি নিউজের জাপান প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
আরো পড়ুন:
ওমানে ক্রেন দুর্ঘটনায় এক প্রবাসীর মৃত্যু
সৌদিতে প্রাইভেটকার খাদে পড়ে ৩ প্রবাসী বাংলাদেশির মৃত্যু
মজুরির দাবিতে বিক্ষোভ করায় শ্রমিকদের ফেরত পাঠাচ্ছে কাতার
মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমামের ১০ বছরের কারাদণ্ড দিল সৌদি!
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post