ওমানে পুনরায় অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট চালু করার ব্যাপারে আজ সোমবার মন্ত্রণালয়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশটির পরিবহণ মন্ত্রী ড. আহমেদ আল ফুতাইসি বলেন, ওমানে পুনরায় অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট চালু করার ব্যাপারে একটি পরিকল্পনা ওমান সুপ্রিম কমিটির কাছে দেওয়া হয়েছে পরিবহণ মন্ত্রণালয়ের পক্ষথেকে। এখন ওমান সুপ্রিম কমিটি সিদ্ধান্ত নিবে কবে নাগাদ ওমানে ফ্লাইট চালু করা যায়।
তবে প্রথমে অভ্যন্তরীণ ফ্লাইট খুলার ব্যাপারে আলোচনা চলছে এবং পরে আন্তর্জাতিক ফ্লাইট ও খুলে দেওয়া হবে বলে জানিয়েছে পাবলিক অথরিটি অব সিভিল এভিয়েশন (প্যাকা)। সোমবার পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনের সময় দেশটির শাবিবা পত্রিকার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানাগেছে। এসময় পরিবহণ মন্ত্রী বলেন, “করোনায় বিমান পরিবহন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত একটি খাত, কারণ COVID-19 মহামারীর শুরু থেকেই বাণিজ্যিক পরিচালন প্রায় সম্পূর্ণ ব্যাহত হচ্ছে।”
আরও পড়ুনঃ যে শর্তে খুলে দেওয়া হলো ওমানের সেন্ট্রাল সবজি মার্কেট
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ওমানে গত ২০১০ সালের তুলনায় ২০১৫ সালে ওমানের বিমানবন্দর দিয়ে যাত্রীদের সংখ্যা প্রায় ৩ গুণ বেড়েছে। মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, বিমান খাতে বার্ষিক ১২ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে, এবং ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে নতুন ২১ টি রুট যুক্ত হয়েছে। মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে যে, ওমানে যাত্রীদের সংখ্যা ২০১০ সালে ৬.২ মিলিয়ন থেকে ২০১২ সালে তিনগুণ বেড়েছে এবং ২০১৯ সালে ১৭.৭ মিলিয়ন হয়েছে এবং ওমান এয়ারের জন্য সরাসরি আন্তর্জাতিক গন্তব্যের সংখ্যা ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে ৪২ থেকে ৫৫ এ উন্নীত হয়েছে।
আরও দেখুনঃ প্রবাসীদের আলাদা স্মার্ট কার্ড দেওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post