‘মুক্তির পথে যাত্রী হলাম, মানসিক শান্তির খুব অভাব’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন কুয়েত প্রবাসী মোহাম্মদ রাফি ইসলাম নামে এক বাংলাদেশি। বুধবার (১০ আগস্ট) দিবাগত রাতের কোনো এক সময়ে কুয়েতের অফরা অঞ্চলে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে স্থানীয় আইন শৃঙ্খলা-বাহিনী মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। নিহত রাফি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের শহরের ফুলবাড়িয়া এলাকার ফারুক মিয়ার ছেলে। জানা যায়, রাফি চলতি বছরের মার্চ মাসে কুয়েতের কৃষি অঞ্চল অফরায় আসেন। তার মরদেহ বর্তমানে কুয়েতের ফরওয়ানিয়ার সরকারি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
আরো পড়ুন:
মালয়েশিয়ায় বাড়ছে ম্যালেরিয়া, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
পাহাড় থেকে ৬ জনকে উদ্ধার করেছে ওমান পুলিশ
সৌদি প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানালেন রাষ্ট্রদূত
ভাইরাল পাকিস্তানি যুবকের সঙ্গে দেখা করলেন দুবাইয়ের যুবরাজ
কাতারে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি পোশাকের চাহিদা, বিনিয়োগ বাড়াচ্ছে প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post