বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের রপ্তানি পণ্যের অন্যতম খাত তৈরি পোশাক। দেশের মোট রপ্তানির প্রায় ৮২ ভাগই আসে এ খাত থেকে। ইউরোপ,আরেমিকার মতো বাংলাদেশী পোশাকের জনপ্রিয় হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারেও। দেশটিতে বাংলাদেশি পোশাকের বড় বাজার তৈরির সম্ভাবণা দেখা দিয়েছে। চাহিদা বাড়ায় এ খাতে বিনিয়োগ বাড়াচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। গুনগত মান, আরামদায়ক আর সাশ্রয়ী দামের জন্য প্রবাসীদের কাছে দেদারসে জনপ্রিয় হচ্ছে বাংলাদেশী পণ্য। তবে দেশটিতে এই গার্মেন্টস পণ্যের প্রসার করতে ব্যবসায়ীদের মধ্যে সঠিক কর্মপরিকল্পনা অনেক বেশি জরুরি বলে মনে ব্যবসায়ীরা।
এছাড়াও কাতারে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন পোশাক কারখানায় দক্ষতার সঙ্গে তৈরি করা হচ্ছে নারী ও পুরুষের বাহারি ডিজাইনের পোশাক। বাংলাদেশি তৈরি পোশাকের চাহিদা বাড়ায় এ খাতে বিনিয়োগ বাড়াচ্ছেন প্রবাসীরা। তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। ব্যবসায়ীরা বলছেন, শ্রমিক থেকে শুরু করে সব ধরনের মালামাল নিয়ে যাওয়া হয় বাংলাদেশ থেকে। কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই খাতে বিনিয়োগ বাড়লে লাভবান হবে বাংলাদেশও। বাড়বে রেমিট্যান্স। শক্তিশালী হবে দেশের অর্থনীতির চাকা।
আরো পড়ুন:
কাতার যাওয়ার পথে মারা গেলেন হাদিউল হক
বাংলাদেশকে ১৮ টি দামী ঘোড়া উপহার দিলো কাতার
বিমানবন্দরে প্রবাসীকে চর মারার ঘটনায় কাস্টম কর্মকর্তা বরখাস্ত
ওমানে আবহাওয়া নিয়ে ভুল তথ্য দিলে ৫০ হাজার রিয়াল জরিমানা!
ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post