সৌদি আরবের বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক সৌদি যুবককে গ্রেফতার করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছেন সৌদি যুবক, এ ঘটনায় আরও চার জন আহত হয়েছে।
নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার খোঁজ পেয়ে জেদ্দার কাছে আল সামেরে তাকে গ্রেফতার করতে গিয়েছিল। কিন্তু ওই যুবক তাদের উপস্থিতি টের পেয়ে সুইসাইড ভেস্টের মাধ্যমে নিজেকে উড়িয়ে দের। এই ঘটনায় পাকিস্তানের একজন নাগরিকসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়।
খবর থেকে জানা যায়, আল সেহরি নামে এই যুবককে কর্তৃপক্ষ একটি মসজিদে হামলার জন্য বিগত ৭ বছর ধরে খুঁজছিল। ২০১৫ সালে ওই আত্মঘাতী হামলায় সৌদি নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য নিহত হন।
সূত্র: আল আরাবিয়া
আরো পড়ুন:
কাতার যাওয়ার পথে মারা গেলেন হাদিউল হক
বাংলাদেশকে ১৮ টি দামী ঘোড়া উপহার দিলো কাতার
বিমানবন্দরে প্রবাসীকে চর মারার ঘটনায় কাস্টম কর্মকর্তা বরখাস্ত
ওমানে আবহাওয়া নিয়ে ভুল তথ্য দিলে ৫০ হাজার রিয়াল জরিমানা!
ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post