দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র পেতে চান আমিরাত প্রবাসিরা। সেইসাথে ই-পাসপোর্ট সেবা আরও দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে দূতাবাসের প্রতি আহ্বান জানান তারা। ৬ আগস্ট শারজার একটি হোটেলে বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই আয়োজিত এক সভায় প্রবাসী বাংলাদেশিরা সাংবাদিকদের কাছে এসব দাবি তুলে ধরেন। সংগঠনের সভাপতি শিবলী আল সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান জনির সঞ্চালনায় এতে অংশ নেন সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ সহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
সভায় প্রবাসী বাংলাদেশিরা অভিযোগ করে বলেন, দেশের নানা প্রয়োজনে এখন জাতীয় পরিচয় পত্র বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা পরিচয় পত্র পাওয়া থেকে বঞ্চিত। সরকার কয়েক দফায় উদ্যোগ নিলেও দৃশ্যমান বাস্তবায়ন এখনো দেখা যায়নি। বাংলাদেশ মিশনের মাধ্যমে প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান তারা।
ই-পাসপোর্ট পেতেও অনেক বেশি সময় লাগছে অভিযোগ করে প্রবাসীরা বলেন, একটি পাসপোর্টের জন্য আবেদন করে পাঁচ থেকে আট মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘ অপেক্ষার পরও মিশন থেকে এর সুরাহা দেওয়া হচ্ছে না। এমনকি জানানো হচ্ছে না, আদৌ পাসপোর্ট হবে কি হবে না। প্রবাসীদের এসব অভিযোগ ও সমস্যার কথা মিশনের মাধ্যমে সরকারকে অবগত করার আশ্বাস দেন প্রেসক্লাব নেতারা।
আরো পড়ুন:
প্রবাসীদের কাছ থেকে বেশি দামে ডলার কিনছে ব্যাংক
কর্মী নেওয়া বন্ধ ঘোষণা করল মালয়েশিয়া!
সিলেটে উদ্ধার করা প্রবাসী পরিবারে আরেক জনের মৃত্যু
ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানালো ওমান
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৫ জন আহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post