চলতি মাসে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কথা থাকলেও সাময়িক ভাবে নিয়োগ আবেদন বন্ধ ঘোষণা করেছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। ৫ আগস্ট এক নোটিশের মাধ্যমে ঘোষণা দেয় মালয়েশিয়া। এতে অনিশ্চয়তার মধ্যে পড়ে রয়েছে বাংলাদেশ গমনিচ্ছুক কর্মীরা। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আগামী ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিয়োগ আবেদন বন্ধ থাকবে। কর্মসংস্থান (সংশোধন) আইন-২০২২ অনুসরণ করে বিদেশি কর্মীদের পদ্ধতির পর্যালোচনা সক্ষম করে ১ সেপ্টেম্বর থেকে পুনরায় নিয়োগ আবেদন চালু করা হবে এবং বিদেশি কর্মীদের আবেদনের নতুন পদ্ধতি শিগগিরই ঘোষণা করা হবে।
এছাড়া ১৪ আগস্টের আগে জমা দেওয়া আবেদনগুলোর প্রক্রিয়া ৩১ আগস্টের আগেই সম্পূর্ণ করা হবে।
এদিকে, শ্রমিক সংকটে থাকা মালয়েশিয়ার কোম্পানিগুলো অব্যাহত তাগাদা দিলেও বাংলাদেশ থেকে শ্রমিক প্রেরণ নিয়ে জটিলতার অবসান হচ্ছে না। গত মাসে কর্মীদের পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে গেছে। কারণ হিসাবে সংশ্লিষ্টরা বলছেন, চিহ্নিত রিক্রুটিং এজেন্সির মালিকরা মন্ত্রণালয়ের কোনো নিয়মনীতি না মেনেই তাদের ইচ্ছেমত কর্মীদের স্বাস্থ্যপরীক্ষা করাচ্ছেন। এর বিনিময়ে তারা অবৈধভাবে লাখ লাখ টাকা অসহায় কর্মীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন। আদায় করছেন সরকার নির্ধারিত অর্থের চেয়ে কয়েকগুণ বেশি। এছাড়া মালয়েশিয়ার কোম্পানিগুলো ঝুঁকিপূর্ণ ও কৃষি, নির্মাণ, খনি, গৃহকর্ম, বাগান, পরিচ্ছন্নতাকর্মীর মতো কায়িক শ্রমিকদের জন্য যে বেতন নির্ধারণ করছে তাতে অনীহা প্রকাশ করছেন বিদেশে গমনেচ্ছু কর্মীরা। এর পাশাপাশি যেসব রিক্রুটিং এজেন্সি কাজ পায়নি তারা নানাভাবে অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে এ মাসে শ্রমিক পাঠানো শুরু করা সম্ভব হবে কি না তা অনিশ্চিত।
এদিকে, বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক নিয়োগে সিন্ডিকেটের মূল হোতা হিসেবে পরিচিত বাংলাদেশী বংশোদ্ভূত মালয়েশিয়ার দাতু মোহাম্মদ আমিনকে গ্রেফতার করেছে এমন খবর পাওয়া গেছে। গত ৪ আগস্ট মালয়েশিয়ার একাধিক জাতীয় সংবাদপত্র জানিয়েছে বাংলাদেশী কলিং ভিসা ও নেপালি শ্রমিক নিয়োগের জন্য মালয়েশিয়ার সরকারকে সেবা প্রদানকারী আইটি কোম্পানি বেস্টিনেটের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ (সিইও) মোট ৮ কর্মকর্তাকে গ্রেফতার করেছে এমএসিসি। বিদেশী শ্রমিক নিয়োগে কথিত সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগে তাদের গ্রেফতার করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)।
আরো পড়ুন:
প্রবাসীদের কাছ থেকে বেশি দামে ডলার কিনছে ব্যাংক
কর্মী নেওয়া বন্ধ ঘোষণা করল মালয়েশিয়া!
সিলেটে উদ্ধার করা প্রবাসী পরিবারে আরেক জনের মৃত্যু
ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানালো ওমান
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৫ জন আহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post