মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিনই আসছে রেমিট্যান্স যোদ্ধাদের মৃত্যুর খবর। যার অধিকাংশ মৃত্যুই হয় সড়ক দুর্ঘটনা অথবা হৃদরোগে আক্রান্ত হয়ে। সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনা মুহাম্মদ কামাল উদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে আজমান শহরে এ দুর্ঘটনা ঘটে।
প্রবাসীদের সূত্রে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় কামালকে একটি দ্রুতগতির গাড়ি চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কামাল উদ্দিনের বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকায়। তার বাবার নাম মুহাম্মদ নিজাম উদ্দিন।
দীর্ঘ ১৭-১৮ বছর ধরে কামাল প্রবাসে রয়েছেন। তিনি একটি লন্ড্রি দোকানে কর্মরত ছিলেন। তার মরদেহ দেশের ফিরিয়ে আনার বিষয়ে প্রস্তুতি চলছে।
আরো পড়ুন:
বিমানবন্দরে প্রবাসীদের ‘ভিআইপি’ সেবা দেওয়ার দাবি
দীর্ঘ ছয় মাস পর আমিরাতে কমল জ্বালানি তেলের দাম
ওমানের মাস্কাটে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা সহ এক নারী যাত্রী আটক
নিষিদ্ধ মাদক পাওয়ায় জাকার্তা থেকে বাংলাদেশি কূটনীতিক প্রত্যাহার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post