যাত্রীদের সুবিধার্থে ১ আগস্ট থেকে আন্তর্জাতিক রুটে ওয়েব চেক ইন সেবা চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে যাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী আসন নির্বাচন করতে পারবেন। একই সঙ্গে ডিজিটাল বোর্ডিং পাস বা কার্ড বের করতে পারবেন। ফলে বিমানবন্দরে বোর্ডিং পাস সংগ্রহের জন্য যাত্রীদের অপেক্ষার সময় কমে আসবে।
মঙ্গলবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। এতে বলা হয়, বিমান গত ১ জুন প্রথম অভ্যন্তরীণ রুটে ওয়েব চেক ইন সেবা চালু করে। বিমানের ওয়েবসাইটে প্রবেশ করে ওয়েব চেক ইনের জন্য নির্ধারিত অপশন থেকে ফ্লাইট ছাড়ার আগের ২৪ ঘণ্টা থেকে ফ্লাইট ছাড়ার ৪ ঘণ্টা পূর্ব পর্যন্ত ওয়েব চেক ইন করা যাবে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট ছাড়ার ৩ ঘণ্টা পূর্ব পর্যন্ত ওয়েব চেক-ইন করা যাবে।
তবে যদি কোনো যাত্রী ২৪ ঘণ্টার মধ্যে রিটার্ন ফ্লাইটে ভ্রমণ করেন সেক্ষেত্রে প্রথম যাত্রা সমাপ্তির পর রিটার্ন যাত্রার জন্য পুনরায় ওয়েব চেক ইন করতে হবে। ওয়েবসাইট থেকে ওয়েব চেক ইন সম্পন্নের পর প্রাপ্ত ডিজিটাল বোর্ডিং পাস বা কার্ড বিমানবন্দরের ওয়েব চেক ইন কাউন্টারে দেখিয়ে অথবা প্রিন্ট করে জমা দিয়ে বোর্ডিং কার্ডের হার্ডকপি সংগ্রহ করতে হবে। ওয়েব চেক ইনের পাশাপাশি সাধারণ চেক ইন ব্যবস্থাও চালু থাকবে। বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ জানিয়েছে বিমান।
আরো পড়ুন:
ওমানে ভূমিধ্বসে ২ শ্রমিকের মৃত্যু
বিশ্বের সবচেয়ে দামি প্রাসাদে সৌদি যুবরাজ
পাসপোর্ট পেতে প্রতি ধাপেই দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি
ঝুঁকির মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post