মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাসিন্দা ফয়জুল ইসলাম আতিকের বাড়িঘর ভাঙচুর ও সন্ত্রাসী হামলায় পরিবারের লোকজন আহত হওয়ায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে কাতার আওয়ামী লীগ।
এলাকার শীর্ষ সন্ত্রাসী হারুন ও জামালের দ্রুত গ্রেফতার দাবি করে স্থানীয় সময় রোববার (৩১ জুলাই) রাতে কাতারের রাজধানী দোহার নাজমা সুন্দরবন রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাতারপ্রবাসী ফয়জুল ইসলাম আতিক।
আতিক লিখিত বক্তব্যে বলেন, ‘কর্মসূত্রে আমরা তিন ভাই প্রবাসে থাকি। দেশের বাড়িতে আমার পরিবার আর বৃদ্ধা মা রয়েছেন। বাবা মারা গেছেন অনেক আগে। পরিবারে কোনো পুরুষ সদস্য না থাকায় এলাকার শীর্ষ সন্ত্রাসী হারুন ও জামাল আমার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে এবং আমাদের জায়গাজমি দখলের চেষ্টা করে।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি দলবল নিয়ে আমার বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও পরিবারের লোকজনকে আহত করে। বাংলাদেশ সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাই। সন্ত্রাসী হারুন ও জামালের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।’
আরো পড়ুন:
ওমানে ভূমিধ্বসে ২ শ্রমিকের মৃত্যু
বিশ্বের সবচেয়ে দামি প্রাসাদে সৌদি যুবরাজ
পাসপোর্ট পেতে প্রতি ধাপেই দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি
ঝুঁকির মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post