ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে নির্মাণ হওয়া বহুতল ভবনের ছাদ থেকে বিমানবন্দরের স্পর্শকাতর স্থান দৃশ্যমান হওয়ায় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তা চালুর ব্যাপারে আপত্তি জানিয়েছে কেপিআই কর্তৃপক্ষ। সম্প্রতি এ ঘটনাটি বিশ্লেষণ করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
কেপিআই বলছে, সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতায় ৪ হাজার কোটি টাকায় নির্মিত তিনটি বহুতল ভবনের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এই বহুতল ভবনগুলো চালু হলে বিমানবন্দর এলাকায় চরম যানজটের সৃষ্টি হতে পারে। জানাগেছে, গত ২০ জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কেপিআইডিসির সভাপতি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফ হোসেনের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। এ ছাড়া কোনো ধরনের নিয়মনীতি অনুসরণ না করে এক প্রকার অবৈধভাবে কেপিআই স্থাপনার মধ্যে এ ধরনের হোটেল ও মার্কেট নির্মাণের জন্য ভূমির বন্দোবস্ত দেওয়ার সিদ্ধান্তকে চরম অদূরদর্শিতা সিদ্ধান্ত বলে মন্তব্য করা হয়েছে কেপিআইডিসির সভায়।
আরো পড়ুন:
দুই মাস বন্ধ থাকার পর ফের চালু হলো ই-পাসপোর্টের কার্যক্রম
বিকাশে সর্বোচ্চ রেমিট্যান্স এনে মোবাইল জিতলেন ৩০ জন
বাংলাদেশে খোলা জায়গায় মলত্যাগের শীর্ষে রংপুর
মালয়েশিয়া যাওয়ার পূর্ণাঙ্গ রূপরেখা জানাল বিএমইটি
দুই রুটে ভাড়া কমানোর ঘোষণা দিলো বিমান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post