কিশোরগঞ্জের কটিয়াদীর যুবলীগ নেতা মো. রুবেল হোসেন (৩০) এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন। উপজেলার মসূয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বুধবার (২৭ জুলাই) রাত থেকে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন। রুবেল হোসেন মসূয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ৩ নং ওয়ার্ডের চাড়ালদিয়া গ্রামের মোস্তাফা হোসেনের ছেলে।
ওই প্রবাসী ঘটনার আগের দিন বাড়িতে এসেছেন। তিনি জানান, পাঁচ বছর পূর্বে মসূয়া ইউনিয়নে বিয়ে করেন। এর আগে থেকেই দুবাই থাকতেন তিনি। ছুটিতে এসে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর আবার বিদেশে চলে যান। এবারের ঈদের আগেও তিনি ছুটিতে বাড়িতে এসেছিলে। গত বুধবার রাতে তার স্ত্রী বাড়ি থেকে চলে যান।
তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন মসূয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল তার স্ত্রীকে নিয়ে উধাও হয়ে গেছেন। এ বিষয়ে তিনি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছেন। চেয়ারম্যান বলেছেন সবুর করতে। এ বিষয়ে তিনি থানায় জিডি করবেন। অভিযুক্ত রুবেল হোসেনের ছোট ভাই হাসান জানান, মানুষের কাছ থেকে এ ঘটনা শুনেছি। বুধবার রাতেও বড় ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে ভাই বাড়িতে নেই।
এ বিষয় মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ঢাকা পোস্টকে জানান, তিনি ঢাকায় ছিলেন। বাড়ি এসে এ ঘটনাটি শুনেছেন। প্রবাসীর পরিবারের পক্ষ থেকেও বিষয়টি তাকে জানানো হয়েছে। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন বলেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো পড়ুন:
দুই মাস বন্ধ থাকার পর ফের চালু হলো ই-পাসপোর্টের কার্যক্রম
বিকাশে সর্বোচ্চ রেমিট্যান্স এনে মোবাইল জিতলেন ৩০ জন
বাংলাদেশে খোলা জায়গায় মলত্যাগের শীর্ষে রংপুর
মালয়েশিয়া যাওয়ার পূর্ণাঙ্গ রূপরেখা জানাল বিএমইটি
দুই রুটে ভাড়া কমানোর ঘোষণা দিলো বিমান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post