ওমানের বিভিন্ন শহরে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, মঙ্গল ও বুধবার দেশটির বিভিন্ন এলাকায় ২০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
সংস্থাটি জানায়, মঙ্গলবার ওমানের দক্ষিণ ও উত্তর আশ শারকিয়া, মাস্কাট, আল দাখিলিয়া ও দক্ষিণ আল বাতিনাহ প্রদেশে তীব্র ভারী বর্ষণ সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং বুধবার মাস্কাট, দক্ষিণ ও উত্তর আল বাতিনা, মুসান্দাম প্রদেশে ভারী বৃষ্টির সাথে বজ্রপাত হতে পারে। এছাড়াও, দাহিরাহ এবং বুরাইমি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ওমানের নাগরিক ও প্রবাসীদের আগামী দুইদিন সর্তক থাকতে বলেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এদিকে, আইন লঙ্ঘন করে ওয়াদি বা পাহাড়ি জলসীমা অতিক্রম করার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল পুলিশ। রোববার (২৪-জুলাই) দেশটির সীমান্তবর্তী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এক বিবৃতিতে
পুলিশ জানিয়েছে, দক্ষিণ বাতিনার ওয়াদি আল সাহতান নামক স্থানটি ঝুঁকিপূর্ণ হওয়ায় জনসমাগম প্রবেশে কড়াকড়ি করে ছিলো স্থানীয় প্রশাসন। কিন্তু তারা এ নিষেধাজ্ঞা অমান্য করে ওয়াদি অতিক্রম করতে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
ওমান পুলিশ বলছে, বৃষ্টিপাতের সময় ওয়াদি পারাপারে নিষেধাজ্ঞা রয়েছে। এই আইন অমান্য করলে মোটা অংকের জরিমানা সহ ৩ মাসের জেল পর্যন্ত হতে পারে। তাই বৃষ্টিপাতের সময় ঝুঁকিপূর্ণ অঞ্চল দিয়ে গাড়ি না চালাতে সবাইকে অনুরোধ জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ।
আরো পড়ুন:
তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত প্রবাসী কল্যাণমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ভিসা নবায়নে জটিলতা
উন্মুক্ত স্থানে সূর্যের আলোয় কাজ করায় নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত
সৌদি আরবে এক সপ্তাহে ১১ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার
পাকিস্তান হাইকমিশনে বাংলাদেশের পতাকা বিকৃতি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post