মো.আশরাফুল ইসলাম ভূঁঞা, আমিরাত
সংযুক্ত আরব আমিরাতে পর্যটন খাত সমৃদ্ধ হওয়ায় বহুজাতিক রেস্তোরাঁ ও খাবার বেশ জনপ্রিয়। এই সুযোগকে কাজে লাগিয়ে সাম্প্রতিক এখানে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীরা রেস্তোরাঁ ব্যবসায় বেশ আগ্রহী হচ্ছেন। এতে নতুন কর্মসংস্থান তৈরীর পাশাপাশি তাদের প্রেরিত রেমিট্যান্স দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
আমিরাতের আজমান প্রদেশে বাংলাদেশী মালিকানাধীন ‘আল-মায়েদা রেস্তোরাঁ’ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। এসময় তিনি বলেন, আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের রেস্তোরাঁ ব্যবসায় উন্নতি ও করোনা পরবর্তী সময়ে সকল ক্ষেত্রেই প্রবাসী বাংলাদেশিদের উন্নতি প্রতীয়মান হচ্ছে। এতে করে দেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। এবং প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
প্রতিষ্ঠানটির পরিচালক মাজহারুল ইসলাম মাহবুব ও শেফালী আক্তার আঁখি জানান, আমরা দেশ থেকে দূরে অবস্থানরত বাংদেশিদের মাঝে দেশিয় খাবারের স্বাদ ও বিশ্ব দরবারে বাংলাদেশি খাবারের বৈচিত্র্য পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট এর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, শেখ ফরিদ আহমেদ সিআইপি,মাহাবুর আলম মানিক সিআইপি, ইসমাইল গণি চৌধুরী, জাহাঙ্গীর আলম সিআইপি সহ অন্যান্যরা।
আরো পড়ুন:
নতুন নতুন শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ সৃষ্টি হচ্ছে: ইমরান আহমদ
ওমানের সালালায় ফের সড়ক দুর্ঘটনা, চালকদের সর্তক থাকার নির্দেশ
পাসপোর্ট সেবা প্রত্যাশীদের হয়রানি, মালয়েশিয়ায় ৫ দালাল আটক
গোপনে মক্কায় গেলেন ইসরাইলি সাংবাদিক
অতিরিক্ত পুলিশ সুপারের ঝুলন্ত ও কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post