রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান নিয়ে যেন অভিযোগের শেষ নেই। একের পর এক অভিযোগ আসছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দুর্নীতি আর অনিয়মে ধুঁকছে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি। নানা অব্যবস্থাপনা তদন্তে এরই মধ্যে বিমানের প্রধান কার্যালয়ে হানা দিয়েছে দুদক, চলছে অনুসন্ধানও। ইতিমধ্যেই বিমানের সাবেক এমডি সহ প্রতিষ্ঠানটির চার ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুদক।
উক্ত ঘটনার এক সপ্তাহ যেতে না যেতে ফের অভিযোগ এসেছে বিমানের বিরুদ্ধে। শুক্রবার (২২-জুলাই) বিমানের একটি সূত্র জানিয়েছে, ফ্লাইটে যাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪ কেবিন ক্রুকে গ্রাউন্ডেড অর্থাৎ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিমান কর্তৃপক্ষ। একইসঙ্গে যাত্রীদের অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত ৪ ক্রু ডিউটিতে যোগ না দিতে বলা হয়েছে।
সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার বিমানের কলকাতা থেকে ঢাকায় আসা ফ্লাইটের যাত্রীদের সঙ্গে এ অসদাচরণের ঘটনা ঘটে। ওই ফ্লাইটের এক যাত্রী জানান, বৃহস্পতিবার বিজি-৩৯৬ ফ্লাইটটি নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৯টার পর ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বিমানের ভেতর এসি কাজ না করাতে কয়েকজন যাত্রী অসুস্থ বোধ করলে ক্রুদের কাছে পানি চান। পানি চাওয়া নিয়ে এক ক্রু নিজেকে যাত্রীদের সার্ভেন্ট নন এবং নিজে মেশিন নন বলে জানান। এ নিয়ে ক্রুরা কয়েক দফা ঝগড়াও করেন যাত্রীদের সঙ্গে।
ঢাকায় নামার সঙ্গে সঙ্গে বিষয়টি বিমান কর্তৃপক্ষের নজরে আনেন যাত্রীরা। এই সমস্যা সমাধানে সেই ক্রুকে সঙ্গে নিয়ে লাগেজ বেল্টের সামনে নিয়ে আসেন বিমানের এক কর্মকর্তা। সেখানেও তিনি যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন বলে জানা গেছে। পরে যাত্রীদের তোপের মুখে সেই কেবিন ক্রু ঘটনাস্থল ত্যাগ করেন। শুক্রবার বিকেলে ওই ফ্লাইটে থাকা ৪ কেবিন ক্রুকে গ্রাউন্ডেড করার বিষয়টি নিশ্চিত করা হয়। এ ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটিও গঠন করেছে বিমান কর্তৃপক্ষ।
আরো পড়ুন:
নতুন নতুন শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ সৃষ্টি হচ্ছে: ইমরান আহমদ
ওমানের সালালায় ফের সড়ক দুর্ঘটনা, চালকদের সর্তক থাকার নির্দেশ
পাসপোর্ট সেবা প্রত্যাশীদের হয়রানি, মালয়েশিয়ায় ৫ দালাল আটক
গোপনে মক্কায় গেলেন ইসরাইলি সাংবাদিক
অতিরিক্ত পুলিশ সুপারের ঝুলন্ত ও কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post